প্রথমে গ্রেফতার, তারপর জামিন, এরপর বন্ডে কোটি কোটি টাকা বিজেপিকে!

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন ইডি হেফাজতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কেজরিওয়াল “মূলচক্রী”! কিন্তু আম আদমি পার্টি সহ দেশজুড়ে বিরোধীদের দাবি, লোকসভা ভোটের মুখে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই নরেন্দ্র মোদি-অমিত শাহদের অঙ্গুলিহেলনে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার করেছে ইডি।

বিরোধীদের আরও অভিযোগ, দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত পি শরৎচন্দ্র রেড্ডি গ্রেফতার হওয়ার পরে নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপিকে চাঁদা দেওয়ায় ইডি তাঁর জামিনের বিরোধিতা করেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে। তদন্তে কোনও নিরপেক্ষতা নেই। বিজেপির কথা শুনলেই সাত খুন মাফ! তা না হলে কীভাবে পি শরৎচন্দ্র রেড্ডি গ্রেফতার হওয়ার পরই জামিন পেয়ে গেলেন। তারপর বন্ডে কোটি কোটি টাকা দিলেন বিজেপিকে! ক্রনোলজি বুঝলেই বিষয়টি স্পষ্ট হবে।

গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ইডি কেজরিকে গ্রেফতার করেছিল। তার দু’এক ঘণ্টা আগেই প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্যকে হাতিয়ার করে বিরোধী শিবিরের অভিযোগ, ২০২২-এ আবগারি দুর্নীতির তদন্তে অরবিন্দ ফার্মা নামক ওষুধ সংস্থার অন্যতম ডিরেক্টর পি শরৎচন্দ্র রেড্ডিকে এই মামলায় সর্বপ্রথম গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির পাঁচ দিন পরেই অরবিন্দ ফার্মা ৫ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনে বিজেপির তহবিলেই জমা করে। এরপর শারীরিক সমস্যা দেখিয়ে দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান রেড্ডি। ইডি তাঁর জামিনের বিরোধিতা করেনি। পাশাপাশি রেড্ডি আবগারি দুর্নীতির মামলায় রাজসাক্ষী হয়ে যান। এরপরে নির্বাচনী বন্ডের মাধ্যমে আরও ২৫ কোটি টাকা বিজেপির তহবিলে জমা করে অরবিন্দ ফার্মা।

নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য থেকে স্পষ্ট, ২০২২ সালের ১০ নভেম্বর ইডি রেড্ডিকে গ্রেফতারের পাঁচ দিন পরেই ১৫ নভেম্বর অরবিন্দ ফার্মা ৫ কোটি টাকার বন্ড কিনেছিল। তা বিজেপির তহবিলে জমা হয়। ২০২৩ সালের মে মাসে রেড্ডি দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন। কোমরে ব্যথার যুক্তি দেখিয়ে জামিন চাওয়া হলেও ইডি তার বিরোধিতা করেনি। এরপরই রেড্ডি জুন মাসে রাজসাক্ষী হয়ে যান। তার পরে অরবিন্দ ফার্মা আরও ২৫ কোটি টাকার বন্ড কিনে বিজেপির তহবিলে জমা করে। এই সব তথ্য দেখে খুব স্বাভাবিভাবেই প্রশ্ন ওঠছে, বিজেপি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করছে।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

 

Previous articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম
Next articleমার্চের শেষ রবিবারও ব্যাঙ্ক খোলার নির্দেশ! বিশেষ বিজ্ঞপ্তি রিজার্ভ ব্যাঙ্কের