Saturday, May 3, 2025

ব্যক্তিস্বার্থের কথা ভুলে বৃহত্তর স্বার্থে নির্বাচনী যুদ্ধে ঝাঁ.পিয়ে পড়ার বার্তা দিল তৃণমূল

Date:

বৃহত্তর স্বার্থে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিল তৃণমূল। ব‌্যক্তিস্বার্থের কথা ভুলে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে হবে। শনিবার কলকাতা দক্ষিণের নির্বাচনী প্রস্তুতি বৈঠক হয় কসবায়। তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক দেবাশিস কুমার (Debashis Kumar) বলেন, ছাত্র-যুব-মহিলা-শ্রমিক থেকে শুরু করে পুরনো দিনের সমস্ত কর্মীকে সঙ্গে নিয়েই ভোটযুদ্ধে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ‌্যায় অর্পিত দায়িত্ব সমস্ত কর্মীকেই সমানভাবে কাঁধে তুলে নিতে হবে। দলীয় প্রার্থী মালা রায়কে (Mala Roy) রেকর্ড মার্জিনে জেতাতে হবে। আগামী ১ এপ্রিল বেলা একটায় ভবানীপুরে সুব্রত বক্সির (Subrata Baksi) অফিসে কলকাতা দক্ষিণের ৫৮ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বর্ধিত নির্বাচন কমিটির বৈঠক বসছে। এরপর ৬ এপ্রিল অহীন্দ্র মঞ্চে মুখ‌্যমন্ত্রীর নির্বাচন কেন্দ্র ভবানীপুরে কর্মিসভা হবে।

কলকাতা দক্ষিণের দুই বিধানসভা কেন্দ্র কসবা ও বেহালা পশ্চিমের কর্মিসভাতেই এদিন উপস্থিত ছিলেন প্রার্থী মালা রায়। কসবার কর্মিসভা হয় বোট ক্লাবে। পরিচালনা করেন বরো চেয়ারম‌্যান সুশান্ত ঘোষ। ছিলেন স্থানীয় বিধায়ক জাভেদ খান, বিধায়ক দেবাশিস কুমার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ‌্যায়, লিপিকা মান্না ছাড়াও সমস্ত তৃণমূল কাউন্সিলর। তৃণমূল প্রার্থীর লিড বাড়ানোর জন্য সচেষ্ট হতে বলা হয় কাউন্সিলরদের। বেহালা পশ্চিমের দায়িত্ব দেবাশিস কুমারের কাঁধে। বেহালা শরৎসদনে বৈঠকে সমস্ত ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের পাশাপাশি ছিলেন দুই মেয়র পারিষদ অভিজিৎ বন্দ্যোপাধ‌্যায়, তারক সিং ও অঞ্জন দাস। কর্মিসভায় প্রতিটি বুথভিত্তিক ম‌্যান মার্কিং করে বেহালাজুড়ে রাজ‌্য সরকার তথা পুরসভার উন্নয়নের তালিকা তুলে ধরার উপরেও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন- প্রেমিক খুঁজে পেলেন শ্রদ্ধা, রাহুল মোদিকে কি মেনে নিল কাপুর পরিবার!

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version