শিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন! আপত্তি রাজ্যের

রাজ্য শিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই সমাবর্তনের আয়োজনের জন্য শিক্ষা দফতর অনুষ্ঠান না করার কথা জানান। প্রশ্ন উঠেছে শিক্ষা দফতরের অনুমোদন ছাড়া সমাবর্তনের আয়োজন নিয়ে

রাজ্য শিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের নির্দেশ রাজ্যপালের। স্থায়ী উপাচার্যের অনুপস্থিতিতে সমাবর্তন না করাই ভালো, জানিয়ে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ রাজ্য শিক্ষা দফতরের। এই পরিস্থিতিতে ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যরা ছয়মাসের মেয়াদ শেষ হলেও স্থায়ী উপাচার্য নিয়োগের আগে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে পদে বহাল রয়েছেন। এই পরিস্থিতিতে আদৌ সমাবর্তন সম্ভব কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে ছয়বছর সমাবর্তন না হওয়ায় রাজ্যপালের কাছে সমাবর্তনের আবেদন করেন। রাজ্যপালের অনুমোদনে সমাবর্তনের দিন ঘোষণা হয় ২৭ মার্চ।

রাজ্য শিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই সমাবর্তনের আয়োজনের জন্য শিক্ষা দফতর অনুষ্ঠান না করার কথা জানান। প্রশ্ন উঠেছে শিক্ষা দফতরের অনুমোদন ছাড়া সমাবর্তনের আয়োজন নিয়ে। সেই সঙ্গে সমাবর্তনের আয়োজন ভারপ্রাপ্ত উপাচার্য এই আয়োজন করতে পারেন কতটা তা নিয়েও। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা মাথায় রেখেই সমাবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। এই ঘটনায় ফের রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যপালের পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে।