Monday, January 26, 2026

রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে আদালতে কেরালা সরকার: বিল আটকানো ‘অসাংবিধানিক’

Date:

Share post:

‘কোনও কারণ ছাড়াই’ রাজ্য বিধানসভা দ্বারা পাস করা চারটি বিলের অনুমোদন আটকে রেখেছেন কেরালার রাজ্যপাল। আদালতের দ্বারস্থ হলে তিনি সেই বিল রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেন অনুমোদনের জন্য। তিনিও নভেম্বর থেকে চার বিলে অনুমোদন দেননি। প্রতিকারে এবার রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিরুদ্ধে ‘প্রকাশ্যভাবে স্বেচ্ছাচারী’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেরালার পিনারাই বিজয়ন সরকার।

২০২১ সালে কেরালা মন্ত্রিসভায় পাশ হয় একটি শিক্ষা সংক্রান্ত বিল। এরপর ২০২২ সালে পাশ হওয়া দুটি শিক্ষা সংক্রান্ত বিল ও একটি সমবায় সমিতি বিল আজও বিল-ই রয়ে গিয়েছে। রাজ্যপাল কেরালা মন্ত্রিসভার পাশ করা মোট ৭টি বিলে অনুমোদন দেননি। এর বিরুদ্ধে কেরালা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যপাল আরিফ মহম্মদ খান তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান। নভেম্বরে সেই বিলের তিনটিতে অনুমোদন দিলেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতর থেকে ৪টি বিলের অনুমোদন পেয়ে আসেনি। ফলে দেশের শিক্ষার শীর্ষে থাকা কেরালাই শিক্ষা সংক্রান্ত সংস্কার আইন পাশের গেরোয় আটকে রয়েছে।

সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করে কেরালার পক্ষ থেকে দাবি করা হয়, “রাষ্ট্রপতি,  রাজ্যপাল সংরক্ষিত বিল সাতটির মধ্যে চারটির জন্য সম্মতি স্থগিত রাখার জন্য কোন কারণ দেননি। এটি একটি অত্যন্ত স্বেচ্ছাচারী পদক্ষেপ, যা সংবিধানের ১৪ নম্বর ধারা, সেই সঙ্গে ২০০ ও ২০১ ধারা লঙ্ঘন করে।”

সেই সঙ্গে কেরালা সরকারের অভিযোগ, রাষ্ট্রপতির কাছে বিলগুলি অনুমোদনের জন্য পাঠানোর সময় “কোনও জায়গায় রাজ্যপাল এই সত্যটিও উল্লেখ করেন না যে তিনি ১১ থেকে ২৪ মাস পর্যন্ত বিলগুলি তার কাছে রেখে দিয়েছিলেন।” পাশাপাশি পিটিশনে দাবি করা হয়েছে, “বিলগুলিকে দুই বছরের মতো মুলতুবি রাখার ক্ষেত্রে রাজ্যপালের পদক্ষেপ রাজ্যের আইনসভার কার্যকারিতাকে বিঘ্নিত করেছে এবং এর অস্তিত্ব নিজেই অকার্যকর এবং অচল করে দিয়েছে। বিলগুলির মধ্যে জনস্বার্থ সম্পর্কিত বিলগুলি অন্তর্ভুক্ত রয়েছে, এমনকি ২০০ ধারার শর্ত অনুসারে গভর্নর প্রতিটি বিল ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ব্যবস্থা গ্রহণ না করে অকার্যকর করে দিয়েছেন।” আদালতের কাছে দাবি করা হয়েছে রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিল আটকে রাখা ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হোক।

spot_img

Related articles

বিশ্বকাপের আগে মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

কয়েক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মতো মেক্সিকোতে (Mexico)বসছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)  আসর। কিন্তু তার আগে সেই...

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৩জনের মৃত্যু! আরও শ্রমিকের আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে অরূপ

আনন্দপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে( Massive fire in Anandapur factory) এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভিতরে আরও...

SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ 

SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে আতঙ্ক আর হয়রানির শেষ হয়নি(SIR DEATH)। শুনানির আতঙ্কের জেরে মৃত্যু মিছিল...

T20 WC: দল ঘোষণা মানেই খেলা নয়, নতুন নাটক শুরু নাকভির

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কিন্ত তার আগে নতুন জটিলতা যেন কিছুতেই কমছে না। বাংলাদেশের পর...