Sunday, August 24, 2025

ফের যোগীরাজ্যে হাড়হিম করা ঘটনা! লোকসভা ভোটের (Loksabha Election) দিন যত এগিয়ে আসছে একের পর এক ঘটনায় অশান্ত হয়ে উঠছে উত্তর প্রদেশ (Uttar Pradesh)। এবারও তার অন্যথা হল না। টাকা চেয়ে না পেয়ে একেবারে গুন্ডা ভাড়া করে বাবাকে খুন করাল কিশোর। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায়। সূত্রের খবর, বাবাকে মারার জন্য এই তিন জনকে ভাড়া করেছিল সে। আর সেই ভাড়া করা গুন্ডাদের গুলিতেই মৃত্যু হয় ব্যবসায়ী বাবার। ইতিমধ্যে পুলিশ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে। আটক করা হয়েছে বছর ষোলোর ১৬ ওই কিশোরকেও। আপাতত তাকে জুভেনাইল সেন্টারে রাখা হয়েছে। জুভেনাইল কোর্টে তার বিচার হবে।

এদিকে গ্রেফতারের পর কিশোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বাবার কাছে টাকা চেয়েছিল সে। তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় এই খুনের পরিকল্পনা। পুলিশ সূত্রে খবর মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ নইম (৫০)। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুষ্কৃতীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাদের এই খুনের জন্য ভাড়া করা হয়েছিল। ব্যবসায়ীর ছেলেই টাকার বিনিময়ে তাদের এই কাজ করতে বলে। এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্ত যুবক পুলিশকে জানিয়েছে, বাবার কাছে কিছু টাকা চেয়েছিল সে। আর তা না পেয়েই না খুন করার পরিকল্পনা করে। কাজ হাসিল হলে ভাড়াটে গুন্ডাদের ছ’লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কিশোর। কাজের আগে অগ্রিম হিসাবে দেওয়া হয়েছিল দেড় লক্ষ টাকা। বাবাকে খুন করতে পারলে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পুলিশি তদন্তে উঠে এসেছে বাবার সোনার দোকান থেকে মাঝেমাঝেই ইচ্ছামতো টাকা চুরি করত সে। চাইলে বাবার কাছ থেকে টাকা পাওয়া যেত না। এই টাকার জন্যই আগেও সে বাবাকে খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু একাধিক বার ব্যর্থ হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version