Friday, December 19, 2025

টাকা দিতে অস্বীকার! যোগীরাজ্যে বাবাকে নির্মমভাবে খুন সন্তানের

Date:

Share post:

ফের যোগীরাজ্যে হাড়হিম করা ঘটনা! লোকসভা ভোটের (Loksabha Election) দিন যত এগিয়ে আসছে একের পর এক ঘটনায় অশান্ত হয়ে উঠছে উত্তর প্রদেশ (Uttar Pradesh)। এবারও তার অন্যথা হল না। টাকা চেয়ে না পেয়ে একেবারে গুন্ডা ভাড়া করে বাবাকে খুন করাল কিশোর। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায়। সূত্রের খবর, বাবাকে মারার জন্য এই তিন জনকে ভাড়া করেছিল সে। আর সেই ভাড়া করা গুন্ডাদের গুলিতেই মৃত্যু হয় ব্যবসায়ী বাবার। ইতিমধ্যে পুলিশ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে। আটক করা হয়েছে বছর ষোলোর ১৬ ওই কিশোরকেও। আপাতত তাকে জুভেনাইল সেন্টারে রাখা হয়েছে। জুভেনাইল কোর্টে তার বিচার হবে।

এদিকে গ্রেফতারের পর কিশোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বাবার কাছে টাকা চেয়েছিল সে। তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় এই খুনের পরিকল্পনা। পুলিশ সূত্রে খবর মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ নইম (৫০)। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুষ্কৃতীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাদের এই খুনের জন্য ভাড়া করা হয়েছিল। ব্যবসায়ীর ছেলেই টাকার বিনিময়ে তাদের এই কাজ করতে বলে। এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্ত যুবক পুলিশকে জানিয়েছে, বাবার কাছে কিছু টাকা চেয়েছিল সে। আর তা না পেয়েই না খুন করার পরিকল্পনা করে। কাজ হাসিল হলে ভাড়াটে গুন্ডাদের ছ’লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কিশোর। কাজের আগে অগ্রিম হিসাবে দেওয়া হয়েছিল দেড় লক্ষ টাকা। বাবাকে খুন করতে পারলে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পুলিশি তদন্তে উঠে এসেছে বাবার সোনার দোকান থেকে মাঝেমাঝেই ইচ্ছামতো টাকা চুরি করত সে। চাইলে বাবার কাছ থেকে টাকা পাওয়া যেত না। এই টাকার জন্যই আগেও সে বাবাকে খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু একাধিক বার ব্যর্থ হয়েছে।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...