Friday, May 9, 2025

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দোলের দিনটাকে জনসংযোগের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নিলেন সব রাজনৈতিক দলের নেতা-নেত্রী প্রার্থীরা। সোমবার, সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে অর্থাৎ দক্ষিণ কলকাতার তৃণমূল (TMC) প্রার্থী মালা রায় (Mala Ray) যোগ দেন দোল উৎসবে।

এদিন দক্ষিণ কলকাতার ৮৮নম্বর ওয়ার্ডের উদ্যোগে আবির খেলার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মালা রায়। প্রতাপাদিত্য রোডে বসন্ত উৎসবে সামিল হয়ে মালা রায় (Malay Ray) বলেন, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ করা হয়, সব জায়গাতেই যেতে হয়। তবে এখানে শিশুদের সঙ্গে আবির খেলার মজাই আলাদা।

অন্যদিকে দোলের মরশুমে নির্বাচনের প্রচার। বসন্ত উৎসব উদযাপনের মধ্য দিয়েই জনসংযোগ সারলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী। রবিবারই দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় নাম রয়েছে দক্ষিণ কলকাতারও। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি, সিপিআইএম, তৃণমূল তিন দলই মহিলা প্রার্থী দিয়েছে। একেবারে উত্তরবঙ্গ থেকে দেবশ্রী চৌধুরীকে উড়িয়ে নিয়ে এসেছে বিজেপি। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় সঙ্গে লড়বেন দেবশ্রী চৌধুরী। বসন্ত উৎসবের মঞ্চ থেকেই বিরোধী দলের মহিলা প্রার্থী নিয়ে কটাক্ষ মালা রায়ের। মালা রায় বলেন, এর আগে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি সাংসদকে দেখেনি সেখানকার মানুষ। আগের কেন্দ্রে হার জেনেই এবার দক্ষিণ কলকাতায় থাকে পাঠানো হয়েছে। মানুষ জানে। মানুষ বোঝে ফলে কে এলো কে প্রার্থী হলে সেটা নিয়ে ওতো চিন্তার কিছু নেই।




Related articles

দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে আপোষ নয়! RSS-এর কাছে জানালেন দিলীপ

পর পর দুদিন সল্টলেকের বিজেপি অফিসে সাংগঠনিক বৈঠক। কিন্তু তাতে ডাক পাননি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ...

পাকিস্তানের উপর ত্রিফলা প্রত্যাঘাত ভারতের

ভারতে হামলার চেষ্টার হাতেনাতে জবাব পেল পাকিস্তান। পাকিস্তানি হামলার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ত্রিফলা আক্রমণে নামল ভারত। ভারতীয়...

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...
Exit mobile version