Thursday, August 28, 2025

রঙে রঙে জনসংযোগ মালা রায়ের, ‘পাত্তা’ দিলেন না বিরোধী প্রার্থীকে

Date:

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দোলের দিনটাকে জনসংযোগের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নিলেন সব রাজনৈতিক দলের নেতা-নেত্রী প্রার্থীরা। সোমবার, সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে অর্থাৎ দক্ষিণ কলকাতার তৃণমূল (TMC) প্রার্থী মালা রায় (Mala Ray) যোগ দেন দোল উৎসবে।

এদিন দক্ষিণ কলকাতার ৮৮নম্বর ওয়ার্ডের উদ্যোগে আবির খেলার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মালা রায়। প্রতাপাদিত্য রোডে বসন্ত উৎসবে সামিল হয়ে মালা রায় (Malay Ray) বলেন, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ করা হয়, সব জায়গাতেই যেতে হয়। তবে এখানে শিশুদের সঙ্গে আবির খেলার মজাই আলাদা।

অন্যদিকে দোলের মরশুমে নির্বাচনের প্রচার। বসন্ত উৎসব উদযাপনের মধ্য দিয়েই জনসংযোগ সারলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী। রবিবারই দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় নাম রয়েছে দক্ষিণ কলকাতারও। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি, সিপিআইএম, তৃণমূল তিন দলই মহিলা প্রার্থী দিয়েছে। একেবারে উত্তরবঙ্গ থেকে দেবশ্রী চৌধুরীকে উড়িয়ে নিয়ে এসেছে বিজেপি। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় সঙ্গে লড়বেন দেবশ্রী চৌধুরী। বসন্ত উৎসবের মঞ্চ থেকেই বিরোধী দলের মহিলা প্রার্থী নিয়ে কটাক্ষ মালা রায়ের। মালা রায় বলেন, এর আগে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি সাংসদকে দেখেনি সেখানকার মানুষ। আগের কেন্দ্রে হার জেনেই এবার দক্ষিণ কলকাতায় থাকে পাঠানো হয়েছে। মানুষ জানে। মানুষ বোঝে ফলে কে এলো কে প্রার্থী হলে সেটা নিয়ে ওতো চিন্তার কিছু নেই।




Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version