কেকেআরের প্রথম জয়ে উচ্ছ্বাসিত শাহরুখ খান, দিলেন বিশেষ বার্তা

এদিন কেকেআর-এর পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখা যাচ্ছে, শাহরুখ দলের জয়ে খুশি।

0
1

গতকাল ঘরের মাঠে আইপিএল-এর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে জয় পেয়ে খুশি দলের কর্ণধার শাহরুখ খান। ম্যাচ শেষে ড্রেসিংরুমে দিলেন বিশেষ বার্তা। যেই ভিডিও পোস্ট করে কেকেআর কর্তৃপক্ষ।

এদিন কেকেআর-এর পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখা যাচ্ছে, শাহরুখ দলের জয়ে খুশি। তিনি বলেন, ‘‘অভিনন্দন সবাইকে। সবাই সুস্থ থাকো। যতটা ভাল খেলা সম্ভব ততটা ভাল খেলার চেষ্টা কর। চন্দ্রকান্ত পণ্ডিত স্যরকে ধন্যবাদ। অভিষেক, ভেঙ্কি মাইসোর স্যরকেও ধন্যবাদ তাঁদের অবদানের জন্য। আমাদের মধ্যে ফিরে আসার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি গৌতম গম্ভীরকেও। ঈশ্বর সকলের মঙ্গল করুন।’’

সাজঘরে শাহরুখের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। যা মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন- প্রকাশিত আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি, কোথায় ফাইনাল?