Friday, November 14, 2025

হুড়মুড়িয়ে নদীতে সেতু! আমেরিকায় মর্মান্তিক দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা

Date:

পণ্যবাহী জাহাজের ধাক্কায় আমেরিকার বাল্টিমোর (Baltimore) প্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ ফ্রান্সিস স্কট কি ব্রিজ (Francis Scott Key Bridge)। সেতুর উপর থাকা একাধিক গাড়ি মুহূর্তে তলিয়ে গেল নদীতে। দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে মধ্য রাতে এই দুর্ঘটনা ঘটায় হতাহতের সংখ্যা খুব বেশি বাড়েনি। অন্তত ২০ জন মানুষ ও বেশ কিছু গাড়ি নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা। ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেরিল্যান্ডের গভর্নর (Governor of Maryland)।

আমেরিকার সময় সোমবার রাত প্রায় ১.৩০ নাগাদ ফ্রান্সিস স্কট কি ব্রিজের একটি থামে ধাক্কা মারে একটি পণ্যবাহী জাহাজ – দ্য ডালি (DALI)। ধাক্কার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে পাতাপস্কো (Patapsco river) নদীতে ভেঙে পড়ে গোটা ব্রিজ। ধাক্কা কতটা জোরে লাগলে প্রায় তিন কিলোমিটার লম্বা ব্রিজ ভেঙে গুঁড়িয়ে যায়, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এফবিআই (FBI)। বন্দর থেকে রওনা দেওয়ার এক ঘন্টার মধ্যে কীভাবে ব্রিজে এসে ধাক্কা মারল দ্য ডালি, তারও তদন্ত চলছে।

পাতাপস্কো নদীপথে শুধুমাত্র ২০২৩ সালে আট লক্ষ পণ্যবাহী জাহাজ যাতায়াত করেছে। আমেরিকার সঙ্গে গোটা বিশ্বের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা এই নদীপথের। দ্য ডালি জাহাজটিও শ্রীলঙ্কার (Sri Lanka) উদ্দেশে রওনা দিয়েছিল রাত সাড়ে বারোটা নাগাদ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট। উদ্ধারের পাশাপাশি শুরু হয় তদন্তও। জাহাজের সব নাবিক ও দুই চালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এফবিআই-এj পাশাপাশি ঘটনার তদন্তে আমেরিকার মাদক, অস্ত্র, বিস্ফোরক সংক্রান্ত সংস্থা এটিএফ (ATF)-ও।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version