বর্ণ.বিদ্বেষী আ.ক্রমণের কারণে হতাশ ভিনিসিয়াস, স্পেনের বিরুদ্ধে নামার আগে কান্নায় ভেঙে পড়লেন তিনি

এদিন স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচের আগে এই নিয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে এই আক্রমণ সহ্য করতে হচ্ছে।

স্পেনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলতে নামার আগে কান্নায় ভেঙে পরলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। লাগাতার বর্ণবিদ্বেষী আক্রমণের কারণে হতাশ তিনি। শুধু তাই নয়, এই বর্ণবিদ্বেষী আক্রমণের কারণে তাঁর ফুটবল খেলার ইচ্ছেটাই কেড়ে নিয়েছে। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন তিনি।

এদিন স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচের আগে এই নিয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে এই আক্রমণ সহ্য করতে হচ্ছে। প্রতিবার আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। আর প্রতিবার আমার মাঠে নামার ইচ্ছেটাই মরে যায়। ফুটবল খেলার থেকেও বর্ণবৈষম্য আটকানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু চাই আমার বর্ণের লোকেরা যেন স্বাভাবিক জীবন কাটাতে পারে।”

গত বছর মে মাসে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে কুরুচিকর মন্তব্য উড়ে আসে ভিনির দিকেদিকে। যা নিয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার। কিন্তু সমস্যার সমাধান হয়নি । এমনকি বর্ণবাদ রুখতে উয়েফা ‘Say No to Racism’ স্লোগান এনেছিল। কৃষ্ণাঙ্গদের সমর্থনে খেলা শুরুর আগে হাঁটু মুড়ে প্রতিবাদ জানিয়েছে ফুটবলাররা। কিন্তু তা সত্ত্বেও বর্ণবৈষম্য কমেনি।

আরও পড়ুন- ‘কেকেআরের এই ক্রিকেটারকে দেখে অনুপ্রাণিত’, আরসিবিকে ম্যাচ জিতিয়ে বললেন ফিনিশার কার্তিক