Tuesday, January 20, 2026

নজরে লোকসভা নির্বাচন: আজ থেকে নিজের কেন্দ্রে প্রচার শুরু অভিষেকের!

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে (Diamond Harbour Constituency) প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। রাম-বাম কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দাঁড় করানোর মতো মুখ খুঁজে পাচ্ছে না। তাতে অবশ্য আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় তৃণমূল (TMC)। আগামী ১ জুন অভিষেকের লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন প্রার্থীদের সমর্থনে প্রচার সেরেছেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার শুরু করছেন অভিষেক (Abhishek Banerjee)। আজই তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭ বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি (Election Meeting) বৈঠক করবেন তিনি।

লোকসভা ভোটের দিন ঘোষণার আগে থেকেই বঙ্গ রাজনীতিতে ডায়মন্ড হারবার কেন্দ্র আলোচনার শীর্ষে উঠে এসেছিল। তৃণমূল (TMC) বিরোধী সব রাজনৈতিক নেতৃত্বই সেখানে লড়তে চেয়ে হুংকার দিয়েছিলেন। কিন্তু শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণার ১৬ দিন পরেও কোন দলই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থীই ঘোষণা করেনি। আর কংগ্রেস–সিপিএম–আইএসএফ হুঙ্কার ছাড়লেও সাহস দেখায়নি। রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবারকে মডেল করে তুলেছেন সাংসদ অভিষেক। যে পরিমাণ কাজ তিনি করেছেন তাতে খড়কুঠোর মতো উড়ে যাবেন যে কেউ। সুতরাং মুখে বললেও হার নিশ্চিত জেনে ময়দানে নামতে চাইছে না কেউ।আজ থেকে ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭, ২৮ এবং ২৯ মার্চ আমতলার সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন তৃণমূল সাংসদ। ভোটের রূপরেখা ওই বৈঠকে তৈরি হবে। ২ এপ্রিল কোচবিহার যাবেন অভিষেক। সেখান থেকে ৩ এপ্রিল বীরভূমে যাওয়ার কথা। সুতরাং ঠাসা কর্মসূচি নিয়েই গোটা এপ্রিল মাস বাংলার নানা প্রান্ত চষে বেড়াবেন অভিষেক। সারা বাংলা অপেক্ষা করছে তাঁর বক্তব্য শোনার জন্য।

spot_img

Related articles

সন্ন্যাসীদেরও রেয়াত নেই! এবার বেলুড় মঠের মহারাজদেরও শুনানিকেন্দ্রে পাঠিয়ে ছাড়ল বিজেপি

রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নিত্যনতুন নির্দেশের জেরে এবার চূড়ান্ত বিড়ম্বনার মুখে পড়লেন বেলুড় মঠের সন্ন্যাসীরাও। এসআইআর বা ক্ষেত্রীয় তদন্ত...

রিলের নেশায় তুচ্ছ জীবন! বরফে পাতলা শিফন পরে নাচতে গিয়ে বিপত্তি তরুণীর

তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে। চারদিকে পুরু বরফের চাদর। হাড়কাঁপানো সেই ঠান্ডায় যেখানে ভারী পশমের পোশাকেও স্বস্তি নেই, সেখানে...

আশাকর্মীদের সাম্মানিক বেড়েছে আট গুণ, রাজনীতি ভুলে কাজে ফেরার আবেদন চন্দ্রিমার

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে আশাকর্মীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। নূন্যতম ১৫ হাজার টাকা বেতন-সহ একাধিক...

অশোক মজুমদারের ‘ছবিওয়ালার গল্প’-এ বঙ্গজীবনের চালচিত্র

"A picture says a thousand words"- এক ছবিতে ধরা পড়ে মুহূর্ত। নিজের দীর্ঘ চিত্র সাংবাদিকতা জীবনের বিরল ফ্রেম...