প্রচারে বিধিভঙ্গের অভিযোগ জুন-ইউসুফের বিরুদ্ধে, সরব বিজেপি-কংগ্রেস

ভোটের প্রচার নিয়ে এবার কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই বিধিভাঙার অভিযোগ উঠছে শাসক-বিরোধী দুদলের বিরুদ্ধেই। এবার তৃণমূলের মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া (June Malia) ও বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের (Yushuf Pathan) বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠছে।

মেদিনীপুরে (Medanipur) নির্বাচনী প্রচারের ট্যাবলোয় সরকারি প্রকল্পের নাম ব্যবহার এবং শিশুদের মডেল করায় বিতর্ক ছড়িয়ে জুন মালিয়ার প্রচার নিয়ে। জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

মুর্শিদাবাদের বহরমপুর (Bahurampur) লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের (Yusuf Pathan) প্রচার নিয়েও অভিযোগ উঠেছে। ইউসুফের প্রচারে একটি ব্যানার দেওয়া হয়েছে। যাতে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে। যাতে ইউসুফ পাঠানের সঙ্গে ছবি রয়েছে শচীন তেণ্ডুলকরেরও। এতেই আপত্তি তুলে ধরছেন কংগ্রেসের। ইউসুফ পাঠান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ কংগ্রেসের।




Previous article”কথা দিয়েছিলাম, এবার সত্যি হবার পথে…”! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরাট খবর দিলেন দেব
Next articleতৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি