Thursday, August 21, 2025

বেলুড় মঠে শ্রদ্ধা, অগণিত ভক্তের চোখের জলে রামকৃষ্ণলোকে যাত্রা করলেন স্বামী স্মরণানন্দ

Date:

অগণিত ভক্তের চোখের জলে রামকৃষ্ণলোকে যাত্রা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ (Swami Smaranananda Maharaj)। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষ মহারাজের মরদেহ বেলুড় মঠে নিয়ে আসা হয়। সাংস্কৃতিক ভবনে মহারাজের দেহ শায়িত রাখা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত ভক্ত ফুল ও মালা দিয়ে মহারাজকে শেষ শ্রদ্ধা জানান। রাতেই অধ্যক্ষ মহারাজকে শ্রদ্ধা জানান বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। বুধবার সকালে বেলুড় মঠে এসে মহারাজকে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ রায় (Aroop Roy)।

সাংস্কৃতিক ভবনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ ও শ্রী সারদা মায়ের পায়ের কাছে রাত ৮টা পর্যন্ত অধ্যক্ষ মহারাজের দেহ শায়িত থাকে এরপর মায়ের সামনে তাঁকে গঙ্গাস্নান করিয়ে নববস্ত্র পরানো হয়। সেখানে সন্ন্যাসীরা সমস্ত উপাচার পালন করেন। মঠ চত্বরে মহারাজের দেহ ঘোরানো হয়। রামকৃষ্ণদেবের মূল মন্দির, ব্রহ্মানন্দের মন্দির, স্বামীজির মন্দির হয়ে বেলুড় মঠে গঙ্গার তীরে মহারাজদের জন্য নির্দিষ্ট অন্ত্যেষ্টি ক্রিয়া স্থলে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সম্পূর্ণ চন্দন কাঠে অধ্যক্ষ মহারাজের শেষকৃত্য সম্পন্ন হয়। বেলুড় মঠের সন্ন্যাসী ও মহারাজররা সমবেত রামকৃষ্ণশ্লোক-গান ও মন্ত্রোচ্চারণ করতে থাকেন।

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগভোগের পর মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে প্রয়াত হন স্মামী স্মরণানন্দ মহারাজ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, আগামী ৭ এপ্রিল বেলুড় মঠে অধ্যক্ষ মহারাজের ভাণ্ডারা হবে। ওইদিন লক্ষাধিক ভক্ত ভান্ডারায় অংশ নেবেন। আমাদের সংঘের নিয়ম মেনে নতুন অধ্যক্ষ স্থলাভিষিক্ত হবেন। এর জন্য প্রায় ১ মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে অধ্যক্ষের পদ খালি থাকবে না। আমাদের ট্রাস্টি বোর্ডের প্রবীণতম মহারাজকে অস্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। তাঁর অধীনেই সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হবে। এই ব্যাপারে শীঘ্রই সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দু.র্নীতি! অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্যে অ.স্বস্তিতে বিজেপি

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version