Saturday, January 10, 2026

Sayantika Banerjee : বরাহনগর উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্যপ্রার্থী সায়ন্তিকা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যে দুটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। তবে তৃণমূল-সহ আর কোনও দল আনুষ্ঠানিকভাবে এখনও প্রার্থীর নাম ঘোষণা করে। কিন্তু বরাহনগর কেন্দ্রের জন্য অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল বেছে নিয়েছে বলে সূত্রের খবর।

সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। বিধায়ক তাপস রায় পদত্যাগ করায় আসনটি ফাঁকা রয়েছে। ইতিমধ্যে এই কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করছে বিজেপি। সূত্রের খবর, এবার সেখানে সায়ন্তিকাকে প্রার্থী করতে চলেছে রাজ্যের শাসকদল। প্রথমে কেন্দ্রের জন্য শোনা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনের নাম। তবে শেষ পর্যন্ত সায়ন্তিকার নামেই সিলমোহর পড়েছে বলে খবর। খুব শীঘ্রই তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছিলেন কমিশনার। ফলে লোকসভা ভোটের আবহেই বাংলার ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে। ৭ মে অর্থাৎ তৃতীয় দফায় ভোট ভগবানগোলা আসনে। ১ জুন ভোট হবে বরানগরে।

লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় তাঁকে প্রার্থী না করার জন্য তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল অভিমানের সুর। তবে প্রার্থী হতে না পারলেও তিনি যে তৃণমূলেই আছেন সেই কথাও জানিয়েছিলেন সায়ন্তিকা। এবার বিধানসভার উপনির্বাচনে তাঁকে ফের দেখা যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, তৃণমূলের অন্দরে এমনটাই ইঙ্গিত।

আরও পড়ুন- তৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...