সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মাথায় চোট নিয়েই পার্কসার্কাসের ইফতারে মুখ্যমন্ত্রী

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মাথায় ব্যান্ডেজ নিয়েই বৃহস্পতিবার ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়েই কাজ করেন তিনি। কলকাতার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করে একটি সংগঠন। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), তাঁর স্ত্রী, কন্যা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), ডেরেক ও’ব্রায়েন, শশী পাঁজা, বাবুল সুপ্রিয়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার থেকে শুরু করে অন্যান্য নেতা-মন্ত্রীরা।

ইফতার পার্টিতে প্রতিবছরই যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর মাথায় চোট নিয়েও যান মুখ্যমন্ত্রী। দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান মমতা। তার পরেও কাজ করেছেন। মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে বহুতল বিপর্যয় ঘটনারস্থলে উপস্থিত হন। নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন। খানিকটা সুস্থ হয়ে প্রচারে নামছেন তিনি। সূত্রের খবর, ৩১ মার্চ কৃষ্ণনগরে (Krishnanagar) ধুবুলিয়ার মাঠ থেকে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

এদিন মুখ্যমন্ত্রী যোগ দেন দাওয়াত-এ-ইফতারে। সেখানে কিছুক্ষণ ছিলেন তিনি। প্রথা মেনে সামন্য কিছু মুখে দিয়ে ফিরে যান মমতা। তাঁর উপস্থিতিতে অত্যন্ত খুশি আয়োজকরা।





Previous articleপ্রতিবাদ করেও লাভ হল না! কেজরিওয়ালের গ্ৰেফতারি ইস্যুতে ফের অবস্থান স্পষ্ট আমেরিকার 
Next articleগুজরাত ম্যাচের বদলা হায়দরাবাদ ম্যাচে, হার্দিককে বাউন্ডারতে ফিল্ডিং-এ পাঠালেন রোহিত, ভাইরাল ভিডিও