ভোট প্রচারে ব্যস্ত, আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না মহুয়া

সম্প্রতি, বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও শুধুমাত্র বিরোধী দলের নেতানেত্রীদের হেনস্থা করতে ইডি-সিবিআইকে মাঠে নামিয়েছে কেন্দ্রের মোদি সরকার।রাজনৈতিক প্রতিহিংসা থেকেই যে বিজেপি এমনটা করছে, তা দিনের আলোর মতো পরিস্কার।

সম্প্রতি, বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এরপর গতকাল, বুধবার মহুয়াকে সমন পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়। যদিও এদিন ইডির সমন এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র।

কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন আজ, কালিগঞ্জে তাঁর পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি রয়েছে। সেখানে নয়াচর গ্রামে প্রচারে বেরবেন তিনি। সকাল সকাল কৃষ্ণনগরের বাড়ি থেকে সেখানেই চলে যান। স্বভাবতই বোঝা যাচ্ছে তিনি এদিন ইডির দফতরে হাজিরা দেবেন না। সূত্রের খবর, মহুয়া তদন্তকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন, ভোটের আগে পর্যন্ত তাঁকে যেন তলব না করা হয়।

গত শনিবার লোকপালের নির্দেশে সিবিআই মহুয়ার কলকাতার বাড়ি সহ আরও দুটি জায়গায় তল্লাশি চালায়। এরপরেই মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ আনেন। ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলেও অভিযোগ মহুয়ার।