বড়পর্দায় সারোগেট মায়ের সাহসী যাত্রা , আসছে সিদ্ধার্থ- গরিমা পরিচালিত ‘দুকান’

'সারোগেসি' (Surrogacy) বিষয়টা নিয়ে দেশের অনেক মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে।

সিদ্ধার্থ সিং এবং গরিমা ওয়াহাল (Siddharth- Garima) মানেই বলিউডের কাছে এমন কিছু চিত্রনাট্য যা অন্যরকমের প্রেমের গল্পের জন্ম দেয়। কথাটা যে বিন্দুমাত্র অত্যুক্তি নয় তার প্রমাণ, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘রাম-লীলা’, ‘কবীর সিং’ ‘অ্যানিমাল’। তবে চিত্রনাট্যকার জুটি এবার বড়পর্দায় তাঁদের পরিচালিত সিনেমা উপহার দিতে চলেছেন দর্শকদের। সারোগেট মায়ের (story of surrogate mother) সাহসী যাত্রা নিয়ে আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘দুকান'(Dukaan)।

‘সারোগেসি’ (Surrogacy) বিষয়টা নিয়ে দেশের অনেক মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে। অনেকে এই কাজকে এখনও ‘খারাপ চোখেও’ দেখেন। তাই কোথাও গিয়ে সমাজের মানসিকতাকে পরিবর্তন করার বার্তাও যেন এই সিনেমার অন্যতম লক্ষ্য, বলছেন চিত্রনাট্যকার জুটি সিদ্ধার্থ সিং এবং গরিমা ওয়াহাল। তাঁদের কথায়, সারোগেট মা হিসেবে গুজরাটের একজন তরুণীর লড়াইয়ের কথাই ‘দুকান’ (Dukaan ) সিনেমায় তুলে ধরা হয়েছে। প্রায় নব্বই এর দশক থেকেই এই পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম দেওয়া হয়। গুজরাটের এক গ্রামে একে ঘিরে ব্যবসা শুরু হয়। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এক মহিলাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ছবিতে মণিকা পানওয়ার, সিকান্দার খের, সোহম মজুমদার, মোনালি ঠাকুর, ব্রজেশ হিরজি অভিনয় করেছেন। এদিন পার্কস্ট্রিটের একটি রেঁস্তোরায় ছবির প্রমোশনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সিদ্ধার্থ ও গরিমা, প্রযোজক এ ঝুনঝুনওয়ালা এবং অভিনেতা সোহম মজুমদার (Soham Majumdar)। ৫ এপ্রিল বড়পর্দায় আসছে ‘দুকান’ (Dukaan)।


Previous articleসিএএ চালু হতেই ওড়িশায় কাজ করতে গিয়ে আক্রান্ত বাংলার শ্রমিকরা
Next articleকবে ফিরবেন সূর্য কুমার যাদব ? মুখ খুললেন বোর্ড কর্তা