Wednesday, August 20, 2025

মহারাষ্ট্রে আসনরফা নিয়ে সমস্যা! ভোটের মুখে উদ্ধবের সঙ্গে দূরত্ব বাড়ছে NCP-কংগ্রেসের

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) ইতিমধ্যেই মহারাষ্ট্রের (Maharashtra) ১৭ আসনে ‘একতরফা’ ভাবে প্রার্থী ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thahackeray) শিবসেনা (UBT)। আর সেই তালিকা ঘোষণার পরই রীতিমতো ক্ষেপে লাল বঞ্চিত বহুজন আঘাড়ির-র প্রধান তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর (Prakash Ambedkar)। প্রকাশ এতটাই ক্ষুব্ধ যে তিনি ইতিমধ্যেই উদ্ধবের হাত ছেড়ে একলা চলোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সময় যত গড়াচ্ছে সেই বিচ্ছেদ যে রীতিমতো দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তবে এতটুকু হয়তো ঠিকই ছিল, কিন্তু এবার সরাসরি উদ্ধব ঠাকরেকেই আক্রমণের রাস্তায় হাঁটল মহাবিকাশ আঘাড়ি জোট। শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপি (NCP) নেত্রী বিদ্যা চহ্বাণ শুক্রবার উদ্ধবসেনার আচরণে ক্ষোভপ্রকাশ করে বলেন, আমাদের নেতা শরদ পাওয়ারের প্রতি সম্মান জানিয়ে মুম্বাইয়ের একটি আসন অন্তত ছেড়ে দেওয়া উচিত ছিল অন্তত একটি লোকসভা আসন ছেড়ে দেওয়া উচিত উদ্ধব ঠাকরের। আর তা না করে তিনি যে একেবারেই ঠিক করেননি তাও মনে করিয়ে দিতে ভোলেননি এনসিপি নেত্রী। তবে বিআর আম্বেদকারের পৌত্র প্রকাশও আলাদা ভাবে নটি আসনে প্রার্থী ঘোষণা করে বিরোধী জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছেন তিনি।

মূলত এনসিপির অভিযোগ, আসন্ন লোকসভা ভোটে আসনরফা নিয়ে মহাবিকাশ আঘাড়ির অন্য দুই শরিক কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আলোচনা চলাকালীনই মুম্বাইয়ের ছটি লোকসভা আসনের মধ্যে চারটিতেই প্রার্থী ঘোষণা করে উদ্ধবের দল। আর সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছে কংগ্রেসও। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে সাফ জানিয়েছেন উদ্ধবের এমন সিদ্ধান্তে তাঁরাও রীতিমতো অস্বস্তিতে। বিআর অম্বেডকরের পৌত্র প্রকাশও আলাদা ভাবে ন’টি আসনে প্রার্থী ঘোষণা করে কার্যত বিরোধী জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছেন। এদিকে হাত শিবিরের তরফে মুম্বাই উত্তর-পশ্চিম এবং মুম্বই দক্ষিণ-মধ্য আসনের দাবি জানানো হলেও তা মানেননি উদ্ধব। শিবসেনার জেতা আসন মুম্বাই দক্ষিণ, এমনকি বিজেপির দখলে থাকা মুম্বাই উত্তর পূর্বতেও প্রার্থী দিয়েছে তারা। আর এমন পরিস্থিতিতে উদ্ধব ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, গত দু’টি ভোটে বিজেপির জেতা আসন মুম্বাই উত্তরেও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...