Friday, November 28, 2025

নিয়ম ভেঙেছে রাজস্থান, অভিযোগ দিল্লির সৌরভ-পন্টিং-এর

Date:

Share post:

গতকাল রাজস্থানের বিরুদ্ধে হারের মুখ দেখে দিল্লি ক্যাপিটালস। আর জয়পুরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিস্ফোরক অভিযোগ তুলল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে ম্যাচ হারে দিল্লি। সেই ম্যাচেই সঞ্জু স্যামসনরা ৫ জন বিদেশি ক্রিকেটার খেলিয়েছে বলে অভিযোগ দিল্লির। ডাগ আউটে বসে রাগে ফুঁসতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে।

জস বাটলার, শিমরন হেটমায়ের এবং ট্রেন্ট বোল্ট ছিলেন রাজস্থানের প্রথম একাদশে। তবে ইম্প্যাক্ট সাব হিসেবে নাম ছিল আরও দুই বিদেশি নান্দ্রে বার্গার ও রভম্যান পাওয়েল। আইপিএল-এর নিয়ম অনুসারে ইমপ্যাক্ট প্লেয়ার সহ মোট চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে দল গড়তে হয়। তিন জন বিদেশি থাকায়, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আরও একজনকে রাখতে পারত রাজস্থান। তবে সেখানে ছিলেন দুই জন। তা নিয়েই আপত্তি তুলেছে দিল্লি। ঋষভ পন্থদের ব্যাটিংয়ের সময় পাওয়েল পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন। এরপর হেটমেয়ারের পরিবর্তে নান্দ্রেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামানো হয়। এর পরেই রেগে যান পন্টিং এবং সৌরভ। আম্পায়ারের কাছে তাঁরা অভিযোগও তোলেন।

দিল্লি অভিযোগ জানাতেই কর্তব্যরত আম্পায়ার তাঁদের বুঝিয়ে বলেন যে, রাজস্থান কোনও রকম নিয়ম ভাবেই ভাঙেনি। প্রথম একাদশে তাদের তিন জন বিদেশি থাকায় বার্গারকে অন্য বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে মাঠে নামানো হয়েছে। অন্য দিকে, পাওয়েল পরিবর্ত হিসেবে শুধুমাত্র ফিল্ডিং করছেন। অর্থাৎ গোটা ম্যাচে মাঠের মধ্যে রাজস্থানের মোট চার জন বিদেশিই উপস্থিত ছিলেন। আর সেটাই নিয়ম।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের প্রিয় শটের কথা জানালেন রাসেল, দিলেন হুঙ্কারও


spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...