মালিঙ্গাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন হার্দিক, বিতর্কে ভাইরাল ভিডিও

ঘটনাটি হায়দরাবাদ ম্যাচের। হায়দরাবাদের কাছে আগের ম্যাচে হারার পরে হয়েছে ঘটনাটি।

শিরোনামে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ আইপিএল শুরুর হওয়ার পর থেকেই শিরোনামে মুম্বই । বলা ভালো শিরোনামে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হার্দিক অধিনায়ক হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে তিনি। তার মধ্যে প্রথম দুটো ম্যাচে জার সব নিয়ে জর্জরিত মুম্বই। আর এরই মধ্যে প্রকাশ্যে আরও এক বিতর্ক। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, দলের বোলিং কোচ লাসিথ মালিঙ্গাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন মুম্বই অধিনায়ক। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি মুম্বইয়ের সমর্থকেরা।

ঘটনাটি হায়দরাবাদ ম্যাচের। হায়দরাবাদের কাছে আগের ম্যাচে হারার পরে হয়েছে ঘটনাটি। দু’দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। নিজের দলের সদস্যদের মধ্যেও হাত মেলানো চলছিল। এমন সময় মালিঙ্গা এগিয়ে আসেন হার্দিকের দিকে। হার্দিক কোনও মতে হাত মিলিয়ে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন মালিঙ্গাকে। শুধু তাই নয়, আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেটাও সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেরই। প্রথমে ব্যাট করে পাহাড়প্রমাণ রান করে হায়দরাবাদ। ভিডিওটি দেখে মনে হচ্ছে মুম্বইয়ের রান তাড়া করার সময়ের ঘটনা। ডাগ আউটে পাশাপাশি চেয়ারে বসে রয়েছেন মালিঙ্গা ও পোলার্ড। দাঁড়ানো হার্দিক বোতল থেকে জল ঢেলে মাথায় দিচ্ছেন। ব্যাট করতে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাঁকে দেখে চেয়ার ছাড়তে চান পোলার্ড। কিন্তু মালিঙ্গা পোলার্ডকে থামিয়ে দিয়ে নিজে হার্দিকের জন্য চেয়ার ছেড়ে চলে যান।মালিঙ্গাকে সেই জায়গায় দেখাই যায়নি আর। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অধিনায়কত্ব পেয়ে হার্দিকের আচরণ বদলে গিয়েছে কি না সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

আরও পড়ুন- নিয়ম ভেঙেছে রাজস্থান, অভিযোগ দিল্লির সৌরভ-পন্টিং-এর


Previous articleনিয়ম ভেঙেছে রাজস্থান, অভিযোগ দিল্লির সৌরভ-পন্টিং-এর
Next articleবিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’!