Sunday, August 24, 2025

গতকাল রাজস্থানের বিরুদ্ধে হারের মুখ দেখে দিল্লি ক্যাপিটালস। আর জয়পুরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিস্ফোরক অভিযোগ তুলল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে ম্যাচ হারে দিল্লি। সেই ম্যাচেই সঞ্জু স্যামসনরা ৫ জন বিদেশি ক্রিকেটার খেলিয়েছে বলে অভিযোগ দিল্লির। ডাগ আউটে বসে রাগে ফুঁসতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে।

জস বাটলার, শিমরন হেটমায়ের এবং ট্রেন্ট বোল্ট ছিলেন রাজস্থানের প্রথম একাদশে। তবে ইম্প্যাক্ট সাব হিসেবে নাম ছিল আরও দুই বিদেশি নান্দ্রে বার্গার ও রভম্যান পাওয়েল। আইপিএল-এর নিয়ম অনুসারে ইমপ্যাক্ট প্লেয়ার সহ মোট চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে দল গড়তে হয়। তিন জন বিদেশি থাকায়, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আরও একজনকে রাখতে পারত রাজস্থান। তবে সেখানে ছিলেন দুই জন। তা নিয়েই আপত্তি তুলেছে দিল্লি। ঋষভ পন্থদের ব্যাটিংয়ের সময় পাওয়েল পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন। এরপর হেটমেয়ারের পরিবর্তে নান্দ্রেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামানো হয়। এর পরেই রেগে যান পন্টিং এবং সৌরভ। আম্পায়ারের কাছে তাঁরা অভিযোগও তোলেন।

দিল্লি অভিযোগ জানাতেই কর্তব্যরত আম্পায়ার তাঁদের বুঝিয়ে বলেন যে, রাজস্থান কোনও রকম নিয়ম ভাবেই ভাঙেনি। প্রথম একাদশে তাদের তিন জন বিদেশি থাকায় বার্গারকে অন্য বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে মাঠে নামানো হয়েছে। অন্য দিকে, পাওয়েল পরিবর্ত হিসেবে শুধুমাত্র ফিল্ডিং করছেন। অর্থাৎ গোটা ম্যাচে মাঠের মধ্যে রাজস্থানের মোট চার জন বিদেশিই উপস্থিত ছিলেন। আর সেটাই নিয়ম।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের প্রিয় শটের কথা জানালেন রাসেল, দিলেন হুঙ্কারও


Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version