Thursday, November 13, 2025

মহেন্দ্র সিং ধোনিতে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সিং সেহবাগ। সম্প্রতি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন ধোনি। ঝাঁপিয়ে পড়ে বিজয় শঙ্করের ক্যাচ ধরেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। আর ধোনির এই পারফরম্যান্সেই মুগ্ধ সেহবাগ। এই বয়সেও এরকম ক্যাচ দেখে মুগ্ধ বীরু।

এই নিয়ে সেহবাগ বলেন, “ ক্যাচই ম্যাচ জেতায়। রাহানে আর রাচীন রবীন্দ্র দারুণ ক্যাচ ধরেছে। ‘বুজুর্গ’ (বয়স্ক) ধোনিও কম যায় না।” সেহবাগের বক্তব্য শেষ হতেই সহ বক্তা রোহন গাভাস্কর প্রশ্ন তোলেন, “রাহানে কি বয়স্ক নয়?” সেহবাগ যুক্তি দিচ্ছেন দুজনের বয়স সমান নয়। তাই ফিটনেসেও তফাৎ রয়েছে। তিনি বলেন, “একজন ৩৫ বছর বয়সি আর একজন ৪২ বছর বয়সি ক্রিকেটারের মধ্যে তো পার্থক্য থাকবেইএই নিয়ে সেহবাগ বলেন, “ ক্যাচই ম্যাচ জেতায়। রাহানে আর রাচীন রবীন্দ্র দারুণ ক্যাচ ধরেছে।। রাহানে ধোনির তুলনায় বেশি ফিট। কোনও সন্দেহ নেই যে এমএসের বয়স হয়েছে।” যদিও গোটা কথাবার্তা মজার ছলে বলেছেন।

আসলে গুজরাত-চেন্নাই ম্যাচে ঘটনাটি। ঘটনাটি ঘটে ম্যাচের অষ্টম ওভারে। ড্যারেল মিচেলের বল বিজয় শঙ্করের ব্যাটে খোঁচা লেগে চলে যায় উইকেটের পিছনে। মুহূর্তের মধ্যে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করেন ধোনি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। শুধু এই ক্যাচটি নয়, সারা ম্যাচেই দুরন্ত ফিল্ডিং করেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। ডিপ এক্সট্রা কভার থেকে ছুটে এসে সামনের দিকে শরীর ছুঁড়ে ডেভিড মিলারের ক্যাচ ধরেন অজিঙ্কে রাহানে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...
Exit mobile version