Thursday, August 28, 2025

মোদি – দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের (Violence of MCC) অভিযোগ তুলে আজই জাতীয় নির্বাচন কমিশন (Elrction commission of India) দফতরে তৃণমূল কংগ্রেস (TMC)। ঘাসফুলের পাঁচ প্রতিনিধি দিল্লিতে নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে অভিযোগ জানাবে বলে খবর। আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর যেভাবে মোদি এবং দিলীপ ঘোষ MCC অগ্রাহ্য করছেন তার বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবার পর আজ দিল্লিতে যাচ্ছেন ডেরেক ও ব্রায়েন (Derek O Brayen), সাকেত গোখলে, দোলা সেন (Dola Sen), সাগরিকা ঘোষ, ডক্টর শশী পাঁজা (Sashi Panja)। সূত্রের খবর দুপুর বারোটা নাগাদ কমিশন অফিসে পৌঁছে অভিযোগ জানাবেন তাঁরা। এরপর বেলা ১:১৫ মিনিট নাগাদ নির্বাচন সদনের বাইরে সাংবাদিক সম্মেলন করবেন।

বুধবার সকালে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে বাংলাকে টার্গেট করে দুর্নীতির কথা বলতে শোনা যায় মোদিকে। পাশাপাশি ইডির উদ্ধার করা সাড়ে তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। বৃহস্পতিবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “এখন এমসিসি (মডেল কোড অফ কন্ডাক্ট) চলছে, তার মধ্যে প্রধানমন্ত্রী কখনও এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছি।” অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের প্রার্থীদের বেলাগাম আক্রমণ করে চলেছেন পদ্মনেতা দিলীপ ঘোষ। শোকজ লেটার পাওয়ার পরও নিজের কাজে এতটুকু অনুশোচনা নেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর, এমনটাই মনে করছে তৃণমূল। যেভাবে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন দিলীপ সেখান থেকে তাঁর বেপরোয়া মনোভাব একেবারেই স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে নিয়েও তাঁর করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেও আজ দিল্লি জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) দফতরে অভিযোগ জানাবে তৃণমূল (TMC)।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version