Sunday, November 16, 2025

দিল্লি দখলের লড়াইয়ে (Loksabha Election) জমজমাট প্রচারের ময়দান। চৈত্রের চাঁদিফাটা রোদে কোথাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন প্রার্থীরা, কোথাও আবার বাক্যবাণে বাড়ছে বিতর্ক। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে লক্ষ্য স্থির করে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিধানসভা কেন্দ্র ধরে ধরে দলীয় স্তরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মথুরাপুর লোকসভার (Mathurapur Loksabha) অন্তর্গত কুলপি বিধানসভায় কর্মিসভায় উপস্থিত হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুধুমাত্র নিজের সাংসদ এলাকাই নয়, রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন অভিষেক। মথুরাপুরের তিন বারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়া শারীরিক অসুস্থতার কারণে এ বার ভোটে লড়াই করতে পারছেন না। ওই কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বাপি হালদার। তাঁকে জেতাতে দলের কর্মী সমর্থকদের কী টার্গেট বেঁধে দেন অভিষেক সেদিকে আজ লক্ষ্য থাকবে। বৃহস্পতিবার বিষ্ণুপুর এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল সূত্রে খবর, কীভাবে ভোটের জন্য প্রচার করতে হবে, কোন কোন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কর্মীদের সেই পরামর্শ দিয়েছেন অভিষেক। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রচার কৌশল হিসেবে একাধিক স্লোগান ও ক্যাম্পেইন ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এইসব কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার দিকে লক্ষ্য দেওয়ার কথা বলছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ১৬ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত অভিষেকের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করেনি ভারতীয় জনতা পার্টি (BJP)। আজকের সভায় তিনি সেই সংক্রান্ত কোনও বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। সূত্রের খবর প্রথম যখন নির্বাচনের কথা মাথায় রেখে এপ্রিলের ২ তারিখে কোচবিহারে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version