“গোপাল ভাঁড়কে খু.ন করেছে রাজা কৃষ্ণচন্দ্র!” কৃষ্ণনগরে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে আচমকা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন গোপাল ভাঁড়! রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই কৌতুক চরিত্রকে নিয়ে। এবার কৃষ্ণনগর (Krishnanagar) কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী করেছে রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়কে (Amrita Roy)। যিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের ৩৯ তম প্রজন্মের রানি মা। এরপর থেকেই আলোচনায় রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়। গোপাল কাল্পনিক নাকি বাস্তবিক চরিত্র, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে কৃষ্ণনগর (Krishnanagar) তথা গোটা নদিয়া জেলা জুড়ে গোপাল ভাঁড়কে নিয়ে একটা আলাদা আবেগ রয়েছে। আর ভোটের আবহে সেই আবেগ আরও বেশি করে ঘনীভূত হচ্ছে।

এরই মাঝে “গোপাল ভাঁড়কে খুন করেছে রাজা কৃষ্ণচন্দ্র।” একথা বলে বিতর্ক বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রীর এই মন্তব্যের পালটা রাজবাড়ির ‘রানিমা’ তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বললেন, “চ্যালেঞ্জ করছি। প্রমাণ করুক উজ্জ্বল বিশ্বাস। না হলে মানহানির মামলা করব।” যদিও হুঁশিয়ারির পরেও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আরও জোর গলায় বলেন,”সত্যিটা বলেছি। মামলা করলে করবে।”

প্রসঙ্গত কৃষ্ণনগর কারবালা মাঠে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব কালে সভাকবি ছিলেন গোপাল ভাঁড়। এখন কৃষ্ণনগরে তৃণমূল নেতৃত্ব সহ গোপালভাঁড় অনুগামীরা একটি মেলার আয়োজন করে থাকেন। সেই মেলার উদ্বোধনে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস এমনই মন্তব্য করেন।