বাজেটের প্রথম ধাপের বরাদ্দ ছাড়ার নির্দেশ, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

আগামী সোমবার নতুন আর্থিক বছরের প্রথম দিন থেকেই যাতে রাজ্য সরকারের সমস্ত দফতর তাদের বাজেট বরাদ্দ যথাযথভাবে খরচ করে অর্থ দফতর সেজন্য উদ্যোগী হয়েছে। চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উন্নয়নমূলক ও জরুরি সরকারি কাজে বাজেটে বরাদ্দ খরচের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের জন্য প্রথম ধাপের বরাদ্দ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা পেনশনের মতো উন্নয়নমূলক প্রকল্পে মোট বরাদ্দের ৩৩ শতাংশ অর্থ প্রথম দফায় ছাড়া হয়েছে। গ্রামীণ এলাকায় ‘আরআইডিএফ’ প্রকল্পের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য বাজেট বরাদ্দের ২৫ শতাংশ মেটানো হয়েছে। বেতন ও অন্যান্য প্রশাসনিক খাতে খরচের জন্য মোট বরাদ্দের ৫০ শতাংশই প্রথম দফায় দেওয়া হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা খাতে বরাদ্দের ২৫ শতাংশ অর্থ প্রথম দফাতেই মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন- ইউসুফ পাঠানোর ভোট প্রচারে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহারে ‘না’ কমিশনের

 

Previous articleইউসুফ পাঠানোর ভোট প্রচারে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহারে ‘না’ কমিশনের
Next articleBreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস