BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন আইপিএল-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারালো এত উইকেটে। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খলেন ভেঙ্কটেস আইয়র। অর্ধশতরান করেন তিনি। ব্যর্থ গেল কোহলির ৮৩ রান। ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।

২) তবে কি শেষমেশ বরফ গললো বিরাট কোহলি-গৌতম গম্ভীরের মধ্যে? আজ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচে কাছাকাছি দেখা গেল বিরাট-গম্ভীরকে। ম্যাচ চলাকালীন মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন কলকাতার মেন্টর গৌতম গম্ভীর ।


৩) রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিস্ফোরক অভিযোগ তুলল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে ম্যাচ হারে দিল্লি। সেই ম্যাচেই সঞ্জু স্যামসনরা ৫ জন বিদেশি ক্রিকেটার খেলিয়েছে বলে অভিযোগ দিল্লির। ডাগ আউটে বসে রাগে ফুঁসতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে।

৪) দুটো ম্যাচে হেরে জর্জরিত মুম্বই। আর এরই মধ্যে প্রকাশ্যে আরও এক বিতর্ক। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, দলের বোলিং কোচ লাসিথ মালিঙ্গাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন মুম্বই অধিনায়ক। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি মুম্বইয়ের সমর্থকেরা।

৫) মহেন্দ্র সিং ধোনিতে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সিং সেহবাগ। সম্প্রতি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন ধোনি। ঝাঁপিয়ে পড়ে বিজয় শঙ্করের ক্যাচ ধরেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। আর ধোনির এই পারফরম্যান্সেই মুগ্ধ সেহবাগ। এই বয়সেও এরকম ক্যাচ দেখে মুগ্ধ বীরু।

আরও পড়ুন- আইপিএল-এ দ্বিতীয় জয় কেকেআরের, আরসিবিকে হারালো ৭ উইকেটে

 

Previous articleবাজেটের প্রথম ধাপের বরাদ্দ ছাড়ার নির্দেশ, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর
Next article১ এপ্রিল থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় বদল, বাড়ছে ডেবিট কার্ডের চার্জ!