Sunday, August 24, 2025

বিরাট-গম্ভীরের আলিঙ্গন, এই মুহুর্তকে হাতিয়ার করে পোস্ট কলকাতা-দিল্লি পুলিশের, মন কেড়েছে নেটিজেনদের

Date:

গতকাল বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচে সবার নজর ছিলো কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এবং আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকে। কারণ গতমরশুমে এই দুই ক্রিকেটারের বিবাদ ছিলেন শিরোনামে। তাই গতকাল এই দুই ক্রিকেটারের দিকে নজর ছিলো ক্রিকেটপ্রেমীদের। কিন্তু গতকাল সবাইকে চমকে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন বিরাট-গম্ভীর। আর এই মুহুর্তকে হাতিয়ার করেই সচেতনতার পাঠ দিল কলকাতা এবং দিল্লি পুলিশ।

এই ঘটনার পর কলকাতা পুলিশের তরফে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে কোহলি ও গম্ভীরের জড়িয়ে ধরার মুহূর্তটির ছবি শেয়ার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “সমস্যা বিরাট হোক বা গম্ভীর, সমাধানে ১০০ ডায়াল করুন। আপদে-বিপদে আপনার সাথে।” দিল্লি পুলিশও প্রায় একই বার্তা দিয়েছে।দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে, “ঝগড়া হলে ১১২ ডায়াল করে শান্ত করুন। কোনও ঝগড়াই বিরাট অথবা গম্ভীর হয় না।” এই দুটি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

বিরাট-গম্ভীরের ঝামেলা বেশ পুরোনো। ২০১৩ সালে গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীন প্রথম দুজনের গন্ডগোল শুরু হয়। দুজনেই তেড়ে যান একে-অপরের দিকে। গত মরশুমেও ম্যাচের শেষে প্রবল ঝামেলায় জড়িয়ে ছিলেন তাঁরা। একবার নয়, দুবার। চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারানোর পর দর্শকদের চুপ করার ইঙ্গিত করেন গম্ভীর। ফিরতি ম্যাচে লখনৌকে হারিয়ে একই ইঙ্গিত করেন কোহলি। তারপর আফগান পেসার নবীন-উল-হকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। গম্ভীরও ডাগ আউট ছেড়ে মাঠে নেমে উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়েন। তবে গতকাল একে অপরকে আলিঙ্গন করে সব বিতর্ক চাপা দিয়ে দেন দু’জনে।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রাসেল, কী রেকর্ড গড়লেন তিনি?

Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...
Exit mobile version