Friday, November 14, 2025

জনগর্জন সভা: গরমকে বলে বলে গোল দিয়ে কুলপির অভিষেকের সভায় জনজোয়ার

Date:

প্রখর রোদ উপেক্ষা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ার। শনিবার মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কর্মী-সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। গরমকে বলে বলে গোল দিয়ে প্রিয় জননেতাকে দেখতে জনসমুদ্র নেমেছিল কুলপির ঢোলাতে। আর মানুষের এত ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের সেনাপতিও। মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনসভায় লক্ষাধিক কর্মী-সমর্থকের সমাগম হয়। ভোটের আগে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগাতে সভা করেন অভিষেক। আর অভিষেকের মুখ থেকে ঝাঁঝালো বার্তা শুনতে সকাল থেকেই তৈরি ছিল ঢোলা। তাই জননেতা আসার আগেই মাঠ জুড়ে ভিড় জমিয়েছিলেন কর্মী-সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় কর্মী-সমর্থকদের এত উচ্ছ্বাস দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি অভিষেকও। সভা শুরুর নির্ধারিত সময়ের বহু আগেই সেখানে পৌঁছে যান তিনি।

এ-প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুপুর ১২টা থেকে যে ভিড়ের ছবি দেখেছি, তাতে ৪০ মিনিট আগেই এসেছি। ২০২১ সালের ভোটের প্রাক্কালে আমি এই মাঠে সভা করেছিলাম। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। এবার মার্চের শেষে এখানে সভা করছি। সেদিনের থেকেও আজ এই সভায় উপস্থিতি অনেক বেশি। বিপুল জনতার কাছে অভিষেকের আর্জি, আমি যা কথা দিয়েছি, তা রেখেছি। সব বুথে, অঞ্চলে, গ্রামে, শহরে মানুষকে বোঝাতে হবে। কানে শুনে নয়, নিজের চোখে দেখে আপনারা সিদ্ধান্ত নিন। আমফান-ইয়াস থেকে শুরু করে কোভিড বা যেকোনও সমস্যা— সবসময় পাশে ছিল তৃণমূল। তাই যে পাশে ছিল, তার পাশে থাকুন। এই আর্জি আপনাদের কাছে।

আরও পড়ুন- অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...
Exit mobile version