Sunday, August 24, 2025

জিতলেই মিষ্টি খাইয়ে যাবো, ধুবুলিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী

Date:

কৃষ্ণনগরের লোকসভা আসনে জিতলেই এখানকার মানুষদের এসে মিষ্টি খাওয়াব। রবিবার নদীয়ার ধুবুলিয়ার সভা থেকে এমন আন্তরিকতার সুরই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মহুয়াকে জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। কৃষ্ণনগর লোকসভা আসনটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত ভাবে জিততে চান। একইসঙ্গে ভালো রেজাল্ট হলে ভালোবেসে মিষ্টি খাইয়ে যাওয়ার কথাও বললেন।

ইতিমধ্যে সিএএ নিয়ে তৎপর হয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্পষ্ট করে বলেছেন মতুয়া ভোট ভাগ করা বিজেপির কাজ। জেলার রানাঘাট লোকসভা কেন্দ্রটি মতুয়া অধ্যুষিত। এই কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ মতুয়া রয়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট ও নাকাশীপাড়া সহ বেশ কিছু এলাকায় মতুয়া রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগণার বনগাঁ লোকসভা কেন্দ্রের নদীয়ায় থাকা বিধানসভা কেন্দ্রেও প্রচুর মতুয়া রয়েছে। লোকসভায় ভালো ফলাফলের জন্য এই মতুয়া বা উদ্বাস্তু মানুষের ভোট খুব গুরুত্বপূর্ণ। এবারে লোকসভায় কোন ভাবেই যেন ভোট দিতে ভুল না হয় তার জন্য জনসাধারণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদার আগের ভোটটা দেননি। এবার দিন। আপনারা নিশ্চিন্ত থাকুন, এনআরসি-সিএএ করতে দেব না। মোদির গ্যারান্টি জিরো। আমাদের গ্যারান্টিতে মানুষই হিরো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আমি কৃষ্ণনগরের মাটিতে মিটিং শুরু করলাম। মানুষের পদধূলি শুভকামনা নিয়ে। আমি আশা করি ভালো রেজাল্টের।আমরা যদি ভালো রেজাল্ট করি এই ধুবুলিয়ার মাটিতে এসে আমি আপনাদের মিষ্টি খাইয়ে যাব। থ্যাংকস দিয়ে যাব।

আরও পড়ুন- ফের গু.ণ্ডামি নিশিথের! হা.মলা মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে, প্র.তিবাদে অবস্থান বি.ক্ষোভ তৃণমূলের

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version