Thursday, August 28, 2025

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশি কিছু এলাকা। দুর্যোগের রাতেই দুর্গত মানুষের পাশে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ বাঁচাতে সোমবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিজের এক্স হ্যান্ডলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুর্গতদের সাহায্যের আশ্বাস দেন শাহ। পাশাপাশি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, এত দেরি কেন?

ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর পাওযা গিয়েছে। আহত শতাধিক। ঘরবাড়ি ধুলিস্যাৎ। রবিবারের এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পরে রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। গভীর রাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। হাসপাতালে আহতদের দেখতে যান। ত্রাণ শিবিরে গিয়ে প্রশাসনের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেন। সোমবার সকাল থেকে ফের বিপর্যস্তদের সাহায্যের ব্যবস্থায় জেলা প্রশাসনকে সাহায্য করে চলেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন শাহ (Amit Shah)। রবিবারের ঝড়ে অসমের (Assam) বেশ কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুই রাজ্যেই দুর্যোগ মোকাবিলায় বিজেপির কার্যকর্তাদের সাহায্যে এগিয়ে আসতে অনুরোধ করেছেন। লোকসভা নির্বাচনের আগে বাংলায় পোস্ট করেন তিনি। লেখেন, “আগে ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।“




Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version