Friday, January 30, 2026

বিজেপি নেতারা কেন আসেননি? বাগডোগরা বিমানবন্দরে মোদি-দিলীপদের তুলোধনা অভিষেকের

Date:

Share post:

বিজেপি নেতারা কেন আসেননি ঝড়-বিধ্বস্ত জলপাইগুড়ি। সোমবার, দুপুর বাগডোগরা বিমানবন্দরে নেমেই নরেন্দ্র মোদি থেকে সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষ- বিজেপি নেতৃত্বকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন জলপাইগুড়ি (Jalpaiguri) যাওয়ার উদ্দেশে বাগডোগরা পৌঁছন অভিষেক। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী ৪৮ ঘণ্টা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্গতদের পাশে দাঁড়িতে হবে।

রবিবার চার মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশি কিছু এলাকা। দুর্যোগের রাতেই দুর্গত মানুষের পাশে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি (BJP)। এই পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “যদি স্রেফ সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেই মুখ্যমন্ত্রী ঝড়-বিধ্বস্তদের মধ্যে গিয়েও থাকেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সেই পথে হাঁটতে কে বাধা দিল?“ তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “ওঁর ভুটান যাওয়ার সময় রয়েছে, বিভিন্ন টেলিভিশন-বিতর্কে যোগদানের সময় রয়েছে। সেমিনারেও যেতে সময় পান উনি। এখানে এসে সরেজমিন মানুষের অবস্থাটা দেখতে পারতেন তো!“

জলপাইগুড়ি নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সুকান্ত মজুমদার কেন আসেননি। মুখ্যমন্ত্রী কলকাতা থেকে জলপাইগুড়ি রাতেই পৌঁছে গিয়েছেন আর বিজপি নেতৃত্ব যেতে পারেননি! বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিশানা করে অভিষেক বলেন, “দিলীপ ঘোষ মানুষের দুর্দশাকে উপহাস করছেন। এটাই উত্তরবঙ্গে বিজেপির রীতি।”  অভিষেকের কথায়, “বিজেপি নেতারা ২০১৯ সালে এই জেলাগুলি থেকে জিতেছিলেন, এখন কাউকে এই মাটিতে দেখা যায় না। সুকান্ত মজুমদার কোথায়? তিনি কেন এখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে আসতে পারেননি?”

তৃণমূল নেতা উদয়ন গুহর কনভয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হামলার প্রসঙ্গে অভিষেক ববেন, তৃণমূল আক্রমণের জবাব পাল্টা আক্রমণে দিতে পারত। কিন্তু তা দিয়ে বুলেটের জবাব ব্যালটে দেওয়া হবে।



spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...