বিজেপি নেতারা কেন আসেননি? বাগডোগরা বিমানবন্দরে মোদি-দিলীপদের তুলোধনা অভিষেকের

বিজেপি নেতারা কেন আসেননি ঝড়-বিধ্বস্ত জলপাইগুড়ি। সোমবার, দুপুর বাগডোগরা বিমানবন্দরে নেমেই নরেন্দ্র মোদি থেকে সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষ- বিজেপি নেতৃত্বকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন জলপাইগুড়ি (Jalpaiguri) যাওয়ার উদ্দেশে বাগডোগরা পৌঁছন অভিষেক। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী ৪৮ ঘণ্টা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্গতদের পাশে দাঁড়িতে হবে।

রবিবার চার মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশি কিছু এলাকা। দুর্যোগের রাতেই দুর্গত মানুষের পাশে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি (BJP)। এই পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “যদি স্রেফ সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেই মুখ্যমন্ত্রী ঝড়-বিধ্বস্তদের মধ্যে গিয়েও থাকেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সেই পথে হাঁটতে কে বাধা দিল?“ তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “ওঁর ভুটান যাওয়ার সময় রয়েছে, বিভিন্ন টেলিভিশন-বিতর্কে যোগদানের সময় রয়েছে। সেমিনারেও যেতে সময় পান উনি। এখানে এসে সরেজমিন মানুষের অবস্থাটা দেখতে পারতেন তো!“

জলপাইগুড়ি নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সুকান্ত মজুমদার কেন আসেননি। মুখ্যমন্ত্রী কলকাতা থেকে জলপাইগুড়ি রাতেই পৌঁছে গিয়েছেন আর বিজপি নেতৃত্ব যেতে পারেননি! বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিশানা করে অভিষেক বলেন, “দিলীপ ঘোষ মানুষের দুর্দশাকে উপহাস করছেন। এটাই উত্তরবঙ্গে বিজেপির রীতি।”  অভিষেকের কথায়, “বিজেপি নেতারা ২০১৯ সালে এই জেলাগুলি থেকে জিতেছিলেন, এখন কাউকে এই মাটিতে দেখা যায় না। সুকান্ত মজুমদার কোথায়? তিনি কেন এখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে আসতে পারেননি?”

তৃণমূল নেতা উদয়ন গুহর কনভয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হামলার প্রসঙ্গে অভিষেক ববেন, তৃণমূল আক্রমণের জবাব পাল্টা আক্রমণে দিতে পারত। কিন্তু তা দিয়ে বুলেটের জবাব ব্যালটে দেওয়া হবে।



Previous articleফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধেয় নজর কাড়ল মনামির ‘পিঠ-স্থান’! হট অবতারে শুভশ্রী-দেবলীনা
Next articleমধ্যপ্রদেশের ভোজশালা দরগায় এএসআইয়ের ‘বৈজ্ঞানিক সমীক্ষায়’ সায় সুপ্রিম কোর্টের