Thursday, January 8, 2026

নির্বাচনী বিজ্ঞাপনে ‘নারীদের অপমান’! বিজেপির বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনে মহিলা সংগঠন

Date:

Share post:

ভোট যত এগিয়ে আসছে বিরোধীদের একের পর এক অভিযোগে চাপ বাড়ছে কেন্দ্রের মোদি (Narendra Modi Govt) সরকারের উপর। ভোটের মুখে ফের নারীদের (Women)  অপমান (Insult) করে সংবাদ শিরোনামে গেরুয়া শিবির। এবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে কটাক্ষ করে তৈরি করা একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে মাথা হেঁট বিজেপির (BJP)। আর সেই বিজ্ঞাপনী প্রচারকে অবিলম্বে বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ চারটি মহিলা সংগঠন। তাদের দাবি, এই বিজ্ঞাপন তৈরি করে নারীদের অপমান করেছে কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি বিবাহ নামক একটি প্রতিষ্ঠানকেও অবমাননার অভিযোগ সামনে এনেছে মহিলা সংগঠনগুলি। তবে ভোটের মুখে বিজেপির বেটি বাঁচাও স্লোগান যে শুধু মুখেই তা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা।

দেশের চারটি মহিলা সংগঠন কমিশনকে সাফ জানিয়েছে, ওই বিজ্ঞাপন অবিলম্বে বিজেপিকে তুলে নিতে হবে। পাশাপাশি, এমন বিজ্ঞাপন তৈরি করে প্রচার করার জন্য ক্ষমাও চাইতে হবে গেরুয়া শিবিরকে। পাশাপাশি নারীদের অপমানের কারণে দেশের সকল মহিলাকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফে। সংগঠনগুলির অভিযোগ, এই বিজ্ঞাপন থেকে স্পষ্ট যে বিজেপি কতটা নারী-বিরোধী।

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ওই বিতর্কিত ভিডিও পোস্ট করে বিজেপি। দু’মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়েছেন। সেখানে পাত্র ছাড়াও রয়েছেন তাঁর অন্যান্য আত্মীয়েরা। বিজ্ঞাপনে পাত্র হিসাবে রাহুল গান্ধীকে দেখানো হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধী-সহ একাধিক বিরোধী নেতানেত্রীকে দেখানো হয়েছে। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তোলে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপনে নারীকে ‘পণ্য’ হিসাবে দেখানো হয়েছে। যা নারীদের অপমান। সেই বিজ্ঞাপন কেই নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদি সরকার।

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...