Wednesday, December 10, 2025

কমিশন কতটা নিরপেক্ষ? আধিকারিকদের সামনে প্রশ্ন তৃণমূল প্রতিনিধিদলের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে সব দলকে সমান স্তরে ‘খেলার’ সুযোগ দেওয়ার দাবি তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূলের চার সদস্যের প্রতিনিধিদল। সেই সঙ্গে কমিশন যে নিরপেক্ষ তা সাধারণ মানুষকে বোঝানোর দায়ও কমিশনেরই, এমনটাও সোমবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে তুলে ধরেন তৃণমূল সাংসদরা। সোমবারই মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের ঘটনায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সেন্সর করে কমিশন। তবে তাঁর অপরাধ অনুযায়ী সেই পদক্ষেপ কম বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। সেই সঙ্গে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক মঞ্চে সরকারি পরিষেবা গ্রহণ নিয়েও প্রশ্ন তোলা হয়।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সোমবার তাঁদের অভিযোগ নিয়ে আলোচনার জন্য দিন ধার্য করে কমিশন। সেই মতো এদিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ দোলা সেন, সাংসদ সাগরিকা ঘোষ ও সাংসদ সাকেত গোখলে কমিশনে বৈঠকে অংশ নেন। এরই মধ্যে রবিবার দিল্লির রামলিলা ময়দানে বিজেপি বিরোধী ২৭টি রাজনৈতিক দল নির্বাচনের আগে কেন্দ্র সরকারের প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে সরব হয়। সেই দাবিকে সামনে রেখেই সোমবার কমিশনের কাছে নিরপেক্ষতা দাবি করেন তৃণমূল প্রতিনিধিরা। সাংসদ দোলা সেন জানান, “দাবি জানানো হয়েছে যেন সমান স্তরে খেলা হয়। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। কিন্তু ভোটারদেরও তো বুঝতে হবে যে কমিশন নিরপেক্ষ রয়েছে। সেই রকম পদক্ষেপ নিতে হবে।”

পাশাপাশি এদিনও নির্বাচনী আচরণবিধি ভেঙে কীভাবে বিজেপির পক্ষ থেকে ধর্মের ভিত্তিতে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে সেই অভিযোগও স্পষ্ট করা হয়। সেই সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক প্রতিশ্রুতি কীভাবে নির্বাচনী আচরণবিধি ভেঙেছে ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে নির্বাচনের আগে, সেই তথ্যও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী কীভাবে সাধারণ মানুষের করের টাকায় নির্বাচনী প্রচার চালাতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয় এদিন।

spot_img

Related articles

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...

টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’

কাজের চাপ বা বিভিন্নভাবে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গিয়েছে সম্প্রতি। আত্মহত্যার ঘটনাও ঘটেছে টলিউডে...

দুর্গাপুজোর পর এবার দীপাবলি! এবার ইউনেসকোর হেরিটেজ তালিকায় আলোর উৎসব 

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা রাজ্য সরকারের প্রচেষ্টার ফল। ২০২১ সালে পশ্চিমবঙ্গের...

উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়া নজরদারি। নির্বাচনী ডিউটির ধাঁচে নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা...