Monday, May 19, 2025

কমিশন কতটা নিরপেক্ষ? আধিকারিকদের সামনে প্রশ্ন তৃণমূল প্রতিনিধিদলের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে সব দলকে সমান স্তরে ‘খেলার’ সুযোগ দেওয়ার দাবি তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূলের চার সদস্যের প্রতিনিধিদল। সেই সঙ্গে কমিশন যে নিরপেক্ষ তা সাধারণ মানুষকে বোঝানোর দায়ও কমিশনেরই, এমনটাও সোমবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে তুলে ধরেন তৃণমূল সাংসদরা। সোমবারই মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের ঘটনায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সেন্সর করে কমিশন। তবে তাঁর অপরাধ অনুযায়ী সেই পদক্ষেপ কম বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। সেই সঙ্গে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক মঞ্চে সরকারি পরিষেবা গ্রহণ নিয়েও প্রশ্ন তোলা হয়।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সোমবার তাঁদের অভিযোগ নিয়ে আলোচনার জন্য দিন ধার্য করে কমিশন। সেই মতো এদিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ দোলা সেন, সাংসদ সাগরিকা ঘোষ ও সাংসদ সাকেত গোখলে কমিশনে বৈঠকে অংশ নেন। এরই মধ্যে রবিবার দিল্লির রামলিলা ময়দানে বিজেপি বিরোধী ২৭টি রাজনৈতিক দল নির্বাচনের আগে কেন্দ্র সরকারের প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে সরব হয়। সেই দাবিকে সামনে রেখেই সোমবার কমিশনের কাছে নিরপেক্ষতা দাবি করেন তৃণমূল প্রতিনিধিরা। সাংসদ দোলা সেন জানান, “দাবি জানানো হয়েছে যেন সমান স্তরে খেলা হয়। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। কিন্তু ভোটারদেরও তো বুঝতে হবে যে কমিশন নিরপেক্ষ রয়েছে। সেই রকম পদক্ষেপ নিতে হবে।”

পাশাপাশি এদিনও নির্বাচনী আচরণবিধি ভেঙে কীভাবে বিজেপির পক্ষ থেকে ধর্মের ভিত্তিতে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে সেই অভিযোগও স্পষ্ট করা হয়। সেই সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক প্রতিশ্রুতি কীভাবে নির্বাচনী আচরণবিধি ভেঙেছে ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে নির্বাচনের আগে, সেই তথ্যও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী কীভাবে সাধারণ মানুষের করের টাকায় নির্বাচনী প্রচার চালাতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয় এদিন।

spot_img

Related articles

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...