বাঁ পায়ে বাঁধা আইসপ্যাক, মাঠ কর্মীদের আবদার মেটালেন মাহি

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শেষ দিকে ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মাহি ।

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন চেন্নাই সুপার কিংস-এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে ৩৭ রান করেন তিনি। তবে মাহি ব্যাট হাতে কামাল দেখালেও ম্যাচ হেরে যায় সিএসকে। ধোনির এই পারফরম্যান্স অনুরাগীদের মন জয় করলেও, একটি বিষয় নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিলেন তিনি। আর তা হলো ম্যাচ শেষে দেখা যায় মাহির বাঁ পায়ে আইসপ্যাক বাঁধা। যদিও সেই অবস্থায় মাঠের কর্মীদের সঙ্গে ছবি তোলেন ধোনি। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শেষ দিকে ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মাহি ।৪টি চার ও ৩টি ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি তিনি। এরপরই দেখা যায় সেই ছবি। চেন্নাইয়ের অ্যাওয়ে ম্যাচ হলেও মাঠকর্মীরা ধোনির সঙ্গে ছবি তোলার আবদার করেন। সেই আবদার ফেলেননি ধোনি। ম্যাচ শেষে মাঠকর্মীদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। তারপরে চেন্নাই ও দিল্লির কয়েক জন ক্রিকেটারের সঙ্গে ধোনি কথাও বলেন। আর তখনই দেখা যায়, তাঁর বাঁ পায়ের কাফ মাসলের উপর আইসপ্যাক বাঁধা রয়েছে।

গত বছরের আইপিএল ফাইনালের পরেও দেখা যায় তাঁর হাঁটুতে আইসপ্যাক বাঁধা।গত বারের আইপিএলে বাঁ পায়ের হাঁটু ধোনিকে ভুগিয়েছিল। অনুশীলনে ও ম্যাচ শেষে আইসপ্যাক বেঁধে রাখতে হত তাকে। আইপিএল শেষে অস্ত্রোপচার করিয়েছিলেন ধোনি। তার পরে সুস্থ হয়ে এবারের প্রতিযোগিতায় নেমেছেন।

আরও পড়ুন- ঋষভের খেলায় মুগ্ধ মহারাজ , দিলেন বিরাট বার্তা