দুষ্কৃতীদের নিয়ে ভোটের ময়দানে লকেট! কমিশনে নালিশ তৃণমূলের

মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেইল করে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

বিজেপি কর্মীরা আক্রান্ত, পুলিশ নিস্ক্রিয়, এমন অভিযোগ তুলে গত ২৯ মার্চ হুগলির ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভ কর্মসূচিতে ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালা মা জশোয়া দেবী ছিলেন বলে অভিযোগ তৃণমূলের।

এনিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেইল করে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অন্যদিকে, লকেটের দাবি, দুষ্কৃতীদের লালন পালন তৃণমূলের ঘরে।

অসিত মজুমদার বলেন, “দীর্ঘদিন ধরে যে দুষ্কৃতিরা ব্যান্ডেলের ত্রাস ছিল, যারা বাহুবলে ব্যান্ডেল শাসন করেছিল। আমি বিধায়ক হওয়ার পর তাদের জনবিচ্ছিন্ন করি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছিল। একটা সময় এই দুষ্কৃতীদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করেছিল। সেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে ডেপুটেশন দেয় ব্যান্ডেলের সবথেকে বড় দুষ্কৃতি লালার মাকে নিয়ে। সন্ত্রাস সৃষ্টির জন্য গুন্ডা মস্তানদের আমদানী করছে বিজেপি। যেদিন ফাঁড়িতে বিক্ষোভ হয়েছে তার দু দিনের মধ্যে একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছে,অপহরনের চেষ্টা হয়েছে। লকেট গুন্ডা মস্তানদের আশ্রয় দিচ্ছেন। তাদের প্রশ্রয় দিচ্ছেন। আমরা এই কারনে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি এই ধরনের প্রার্থীকে যাতে প্রতীক(সিম্বল) না দেওয়া হয়।