অসুস্থ মদনকে দেখতে দক্ষিণেশ্বরের বাড়িতে সায়ন্তিকা, চাইলেন আশীর্বাদ!

তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বেশ কয়েক মাস ধরে অসুস্থ। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। অসুস্থতার জন্য সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডতেও সেভাবে দেখা মিলছে না। অসুস্থ থাকার জন্য বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকেরা মদন মিত্রকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন।

এবার অসুস্থ মদন মিত্রকে দেখতে তাঁর দক্ষিণেশ্বরের বাড়িতে গেলেন বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তৃণমূলের তারকা প্রার্থী। নির্বাচনে লড়ার আগে মদন মিত্রের কাছে আশীর্বাদ চাইতে ও প্রয়োজনীয় পরামর্শ নিতেই তাঁর বাড়িতে হাজির সায়ন্তিকা।