Monday, May 19, 2025

বাল্টিমোরের সেতু বিপর্যয়ে ষড়যন্ত্রের তত্ত্ব! বাড়ছে চিনা যোগের সম্ভাবনা

Date:

‘ফ্রান্সিস স্কট কি’ সেতু বিপর্যয়ের স্মৃতি (Baltimore Bridge Collapsed)এখনও ভয় ধরাচ্ছে। চিন্তা বাড়ছে নিরাপত্তা নিয়ে। সত্যিই কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা? চিনা যোগের সম্ভাবনা জোরালো হওয়ায় মাথাচাড়া দিচ্ছে ষড়যন্ত্রের তত্ত্ব। বাল্টিমোর বন্দর থেকে যাত্রা করে একটি ভারতীয় জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটি স্তম্ভে। তৎক্ষণাৎ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যাটাপসকো নদীতে। এরপরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ এই দুর্ঘটনার তদন্তে নেমেছে। এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

সেতু বিপর্যয়ের পর থেকেই সমাজমাধ্যমে এসেছে আমেরিকার ৯/à§§à§§-এর হামলার প্রসঙ্গ। যে সময় জাহাজটি দুর্ঘটনায় পড়ে সেই সময়ে জাহাজে বিদ্যুৎ ছিল না। এমন ঘটনা সাইবার হামলার ফলে হয় বলে অনেকে আশঙ্কা করছেন। আমেরিকা এবং চীনের সম্পর্কের অবনতি সর্বজনবিদিত। তাহলে কি এম ভি দালিতে সাইবার হামলা করেছেন চিনা হ্যাকারেরা? চলতি বছরের শেষে আমেরিকায় নির্বাচন।গোয়েন্দাদের দাবি, চিনা হ্যাকারেরা আমেরিকার উচ্চপদস্থ সরকারি অফিসার, সাংবাদিক, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, রাজনীতিবিদদের উপর নজরদারি চালাচ্ছে। সেই কারণে সম্প্রতি আমেরিকা এপিটি৩১ নামে পরিচিত একটি হ্যাকিং গ্রুপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরই কি এত বড় পদক্ষেপ ড্রাগনের দেশের? চিনা হামলার তত্ত্ব অবশ্য মানতে নারাজ হোয়াইট হাউস এবং বাল্টিমোর প্রশাসন। ওয়াশিংটনে চিনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইয়ু চিনের যুক্ত থাকার অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যেকোনও ধরণের বিপর্যয় ঘটলে এই ধরনের ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসে। এতে দু’দেশের সম্পর্কের অবনতি হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দুই দেশের প্রশাসনকে আরও সদর্থক ভূমিকা নিতে হবে।

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...
Exit mobile version