Friday, October 31, 2025

৩৩ বছরের ইতিহাসে ইতি, মনমোহনের অবসরে স্মৃতিমেদুর রাজনৈতিক মহল

Date:

Share post:

বুধবার সাংসদ পদের মেয়াদ শেষ হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। ভারতের রাজনীতির একটি অধ্যায়ের অবসানে স্মৃতিমেদুর গোটা দেশের রাজনৈতিক মহল। দেশের সাংসদ হিসাবে ৩৩ বছর তিনি যে সময়টা কাটিয়েছেন তার মধ্যে তাঁর প্রধানমন্ত্রিত্বের দশ বছর আজও তাবড় প্রধানমন্ত্রীদের সঙ্গে তুলনায় চলে আসে। স্বাভাবিকভাবে ৩ এপ্রিল তাঁর সঙ্গে অবসর নেওয়া আরও চারজনের অবসর নিয়ে যেখানে তেমন কোনও আলোচনাই নেই, সেখানে তিনি ঘুরে ফিরে এসেছেন আলোচনায়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এবার রাজ্যসভার আসনেও তাঁকে প্রার্থী করেনি কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই মনমোহন সিংয়ের এই দীর্ঘ সময় ধরে দেশের জন্য ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর কাছ থেকে পাওয়া জ্ঞান ও পরামর্শের জন্য তাঁকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী হিসাবে একজন সাধারণ মানুষের জন্য জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলার পথিকৃৎ হওয়া থেকে একশো দিনের কাজ যেমন তাঁর হাত ধরে শুরু হয়েছে। তেমনই আবার দেশের নিরাপত্তা নিশ্চিৎ করতে আমেরিকায় সঙ্গে পারমাণবিক চুক্তি সাক্ষরের মাধ্যমেও নতুন পথ খুলে দিয়েছিলেন তিনি। এই সব প্রসঙ্গ উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জানানো হয়।

তবে কংগ্রেসের পাশাপাশি মনমোহন সিংয়ের সাংসদ হিসাবে মেয়াদ শেষ হওয়ায় তাঁর সঙ্গে রাজনৈতিক জীবন কাটানো অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। একজন দক্ষ রাজনীতিক থেকে নাগরিক হিসাবে তাঁর নিজের কর্মের প্রতি অহংকারবোধ নিয়েই অবসর গ্রহণ করা উচিত বলে দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের।

এপ্রিলের শুরুতে রাজ্যসভার ৫৪ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। ২ এপ্রিল মেয়াদ শেষ হয় ৪৯ জন সাংসদের। ৩ এপ্রিল যে পাঁচজনের মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে একজন ৯১ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

spot_img

Related articles

সুপার কাপে চূড়ান্ত অব্যবস্থা! ফের কল্যাণকে তোপ বাইচুংয়ের

গোয়াতে চলছে সুপার কাপ(Super Cup)। কিন্তু তাড়াহুড়ো করে আয়োজন করতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থা সুপার কাপ জুড়ে। এই ঘটনায়...

এ জিনিস শুধু কলকাতাতেই সম্ভব! এবার ‘ভিজে বইয়ের বইমেলা’

বাঙালির বইয়ের প্রতি টান যে চিরন্তন, মোবাইল-রিল আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও যে সেটা কোনওভাবেই হারিয়ে যায়নি, তা আরও...

অত্যাধুনিক পদ্ধতিতে কুট্টুসের শরীর থেকে মেরজাব বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

এক পোষ্যের রক্ত আরেক পোষ্যকে দিয়ে প্রাণ বাঁচিয়েছিল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব। এবার সেতারের মেরজাব (Plectrum) খেয়ে ফেলা...

যোগীরাজ্যে বাংলা বলার অপরাধে ‘খুন’ পরিযায়ী শ্রমিক!

এবার যোগীরাজ্যে (Uttar Pradesh) বাংলা বলার অপরাধে খুন! বীরভূমের কসবার পর এবার নানুর। সম্প্রতি বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের...