Thursday, December 25, 2025

উত্তরের সংগঠন সামলে সেরে দক্ষিণে অভিষেক, বৃহস্পতিবার ঝাড়গ্রামে রণকৌশল বৈঠক

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। উত্তর থেকে দক্ষিণ সংগঠনকে আরও মজবুত ও এককাট্টা করার লক্ষ্যে একের পর এক সাংগঠনিক বৈঠক করে চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোম ও মঙ্গলবার উত্তরের জেলাগুলি নিয়ে বৈঠকের পরে বুধবার তারাপীঠে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার যাবেন ঝাড়গ্রামে।

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি চলে যায় বিজেপির দখলে। এবার ঝাড়গ্রামের শীর্ষ নেতা প্রার্থীর সঙ্গে বৈঠক করতে খোদ আসছেন চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঝাড়গ্রাম ২৫মে ভোটগ্রহণ। তার আগে লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে সূত্রের খবর। ২০১৯ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বচনে ভালো ফল করে রাজ্যের শাসকদল। সেই ফলের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের এই বৈঠক থেকে অভিষেক নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ঝাড়গ্রামে কপ্টারে পৌঁছে একটি বেসর্কারি অতিথি শালায় ইনডোর বৈঠক করবেন বলে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকাররা। সেই বৈঠকে জেলার ৪ বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি সহ তৃণমূলের প্রার্থী উপস্থিত থাকবেন বলে খবর। তৃণমূলের জেলা সভাপতি জানান, “আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) এবার জঙ্গলমহলে বিশেষ নজর দিচ্ছেন। উনি আমাদের যে বার্তা দেবেন সেই অনুযায়ী আমরা কাজ করব।” সূত্রের খবর, ৮ এপ্রিল মেটিয়াবুরুজে প্রচার সভা করবেন অভিষেক।




spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...