চিনের পর জাপান, এশিয়া জুড়ে লাগাতার ভূমিকম্প!

বৃহস্পতিবারের সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙ্গে লাল ফৌজের দেশের। সংবাদের শিরোনাম হয়ে যায় চিনের ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই, শিরোনাম বদলে চিনকে সরিয়ে উঠে আসে জাপানের (Earthquake in Japan) নাম। এবার সেখানেও ভূমিকম্প। কম্পনের মাত্রা আরও বেশি ৬.৩। ভূমিকম্প (Earthquake frequency) এতটাই জোরাল ছিল যে টোকিয়োতেও তা অনুভূত হয়।

বুধবার তাইওয়ানে ভূমিকম্পের পর থেকেই আফটার শক এবং সুনামির হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। জাপান, ফিলিপিন্স জুড়ে ছিল সতর্কতা। সেই কম্পনের রেশ কাটার আগেই আজ সকালে কেঁপে উঠলো চিন। ঘণ্টাখানেক বাদেই জাপানে ভূমিকম্প। ইউরোপিয়ান মেডিটেরানিন সিসমোলজিক্যাল সেন্টারের (European Mediterranean Seismological Center) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার জাপানের হনসু-র পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়।ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল। এর জেরে পরমাণু প্ল্যাটে কোনও প্রভাব পড়েনি। তবে আফটার শকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

Previous articleগল্প নয় সত্যি, বাড়ির উঠোনে উদ্ধার কলসি ভর্তি মুঘল রৌপ্য মুদ্রা! 
Next articleমাথাটা CAA লেজ NRC, সরকারি অধিকার থাকবে না: সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো