Monday, November 3, 2025

লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। আদালতে মামলার জটিলতায় আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যদিও সেই আইনি জট কাটিয়ে নিয়োগ দিতে চেষ্টা করছে রাজ্য সরকার। এই আবহে ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা। শুক্রবার চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা চত্বর।

যদিও, বারবার চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের তরফে নিয়োগ নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি পুরোপুরি আদালতের আওতায় থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তারপরও বিরোধীদের উস্কানিতে বারবার পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। ভোটের মরশুমে আবারও গরমের দাবদাহের আঁচ বাড়িয়ে মহা মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীরা।

শুক্রবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নেয় চাকরিপ্রার্থীদের ৭টি সংগঠন। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পৌঁছে ডোরিনা ক্রসিংয়ে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

ডোরিনা ক্রসিংয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। আন্দোলনকারীদের পাঁজাকোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। আটক করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকেও। ধর্মতলা থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে বিষয়টি জানাবেন বলে জানান চাকরিপ্রার্থীরা।






 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version