Thursday, August 28, 2025

লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। আদালতে মামলার জটিলতায় আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যদিও সেই আইনি জট কাটিয়ে নিয়োগ দিতে চেষ্টা করছে রাজ্য সরকার। এই আবহে ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা। শুক্রবার চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা চত্বর।

যদিও, বারবার চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের তরফে নিয়োগ নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি পুরোপুরি আদালতের আওতায় থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তারপরও বিরোধীদের উস্কানিতে বারবার পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। ভোটের মরশুমে আবারও গরমের দাবদাহের আঁচ বাড়িয়ে মহা মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীরা।

শুক্রবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নেয় চাকরিপ্রার্থীদের ৭টি সংগঠন। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পৌঁছে ডোরিনা ক্রসিংয়ে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

ডোরিনা ক্রসিংয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। আন্দোলনকারীদের পাঁজাকোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। আটক করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকেও। ধর্মতলা থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে বিষয়টি জানাবেন বলে জানান চাকরিপ্রার্থীরা।






 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version