Friday, August 22, 2025

তামিলনাড়ুর রামনাথপুরম (Ramnathpuram) লোকসভা কেন্দ্রে এক অদ্ভুত সংকট। এই কেন্দ্রে নির্দল হিসাবে মনোনয়ন পেশ (nomination file) করেছেন অনেক প্রার্থী। তার মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম (O Paneerselvam)। অদ্ভুতভাবে সেই একই নামে আরও চার প্রার্থী এই কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন, পাঁচ জনেরই নাম ও পনিরসেলভম (O Paneerselvam)। সবাই নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শিবিরের দাবি এই সবকিছুর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।

দলবিরোধী কাজের জন্য এআইএডিএমকে (AIADMK) থেকে বহিষ্কৃত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম, যিনি ওপিএস (OPS) নামেই বেশি পরিচিত। বিজেপি নেতৃত্বের সঙ্গে লোকসভা নির্বাচনের আসন রফা নিয়ে বৈঠকও করেন তিনি। বর্তমানে এনডিএ (NDA) জোটের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন তিনি। লোকসভা ভোটে বিজেপির সঙ্গে আসন রফা চূড়ান্ত না হওয়ায় নির্দল প্রার্থী হিসাবেই রামনাথপুরম কেন্দ্র থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আশ্চর্যজনকভাবে সেই কেন্দ্রেই এবার ও পনিরসেলভম নামে পাঁচ আরও প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এই কেন্দ্রে মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গেলেও দেখা গেল পাঁচ পনিরসেলভমের মধ্যে কেউ প্রার্থীপদ প্রত্যাহার করেননি। এরপরই প্রতীক নিয়ে বিড়ম্বনায় পড়ে নির্বাচন কমিশন। কাঁঠাল, আঙুর আর ঝুড়ি প্রতীকের (symbol) একাধিক দাবিদার। শেষ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী কাঁঠাল (jackfruit) প্রতীক পান। একই নামে নির্দল হিসাবে মনোনয়ন পেশ করা প্রার্থীরা অবশ্য ‘কাজ করার জন্য’ নির্বাচনে লড়ছেন, এই ছাড়া আর কোনও কথা তাঁরা বলছেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপিএস-এর অনুগামীদের দাবি তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়ে বিরোধীরা এই খেলায় মেতেছে। একই নামের নির্দল প্রার্থী একাধিক থাকলে ভোটাররা স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হবেন। যার ফলে অনেক ভোটই অন্য জায়গায় পড়বে। তবে তাতে ওপিএসের জিততে কোনও সমস্যা হবে না, এমনটাও দাবি অনুগামীদের।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version