Monday, November 10, 2025

দুর্নীতির রিপোর্টের শ্বেতপত্র প্রকাশ করুন: মোদিকে চ্যালেঞ্জ মমতার

Date:

বাংলায় এসে দুর্নীতির প্রসঙ্গ তুলে শাসকদলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, তুফানগঞ্জের সভা থেকে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিশাসিত রাজ্যে কত দুর্নীতি হয়েছে- শ্বেতপত্র প্রকাশ করুন।

বৃহস্পতিবারের পরে শুক্রবারও উত্তরবঙ্গে তৃণমূল (TMC) সভানেত্রীর জোড়া সভা। তুফানগঞ্জে দলীয় প্রার্থী প্রকাশচিক বরাইকের সভা থেকে দুর্নীতি ইস্যুতে নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন মমতা। বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখা নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হন তিনি। তাঁর কথায়, দুর্নীতির ধুয়ো তুলছে বিজেপি। সেই অজুহাতে বাংলার ১০০দিনের টাকা, আবাসের টাকা আটকে রেখেছে। এর পরেই তীব্র আক্রমণ বলে করে তিনি বলেন, ”চ্যালেঞ্জ করছি শ্বেতপত্র প্রকাশ করুক। উত্তর প্রদেশে কত দুর্নীতি হয়েছে? গুজরাটের কত দুর্নীতি হয়েছে? ক্ষমতা থাকলে রিপোর্ট প্রকাশ করুক। আমাদের এলাকায় কেউ বদমাইশি করলে তাদের আমরা গ্রেফতার করি। শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করেছি। তোমাদের ওই প্রার্থী যে গুন্ডামি করে, তাকে গ্রেফতার করো।”

বাংলায় আবাসের ১১লক্ষ মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেটা থাকলে, উত্তরবঙ্গের ঘূর্ণিঝড়ে এই প্রাণহানির ঘটনা হয়ত ঘটত না। তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) কথায়, ”বিজেপির গ্যারান্টি হল জিরো। এখানে যে ছিল তাকে আর দাঁড় করালে না। আবার একজন নতুনকে এনে দাঁড় করালে। বৈশাখে একজন, জৈষ্ঠ্যে একজন।”




Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version