Thursday, December 18, 2025

হাসপাতালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়! কতটা গুরুতর চোট?

Date:

Share post:

বাংলা চলচ্চিত্রে আঘাতের ছায়া! কোয়েল মল্লিকের পর এবার শুটিং ফ্লোরে গুরুতর চোট পেলেন টলিউডের (tollywood) জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বর্তমানে জোর কদমে চলছে নন্দিতা-শিবপ্রসাদের নতুন থ্রিলার ছবি ‘বহুরূপী’র (Bohurupi) শুটিং। একটি অ্যাকশন (action) দৃশ্যে শুটিং-এর সময় গুরুতর চোট পান শিবপ্রসাদ (Shibaprasad Mukherjee)। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করা হয় এমআরআই (MRI), সিটি স্ক্যানও (CT Scan)। তাঁর সিটি স্ক্যান রিপোর্টে দুটো হাড়ে চিড় ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

‘বহুরূপী’ ছবিতে শুধুমাত্র পরিচালক নন, অভিনয়ও করছেন শিবপ্রসাদ। অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় হঠাৎই কোমরে গুরুতর চোট পান তিনি। সহ অভিনেতার অসাবধানতায় আঘাতের কথাও শোনা যাচ্ছে। শিবপ্রসাদের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও কৌশানী মুখোপাধ্যায়। শুক্রবার ব্যারাকপুরে (Barrackpur) শুটিংয়ে শিবপ্রসাদের পাশাপাশি আবীর চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

দিনকয়েক আগেই বোলপুরে (Bolpur) শেষ হয়েছে ‘বহুরূপী’ ছবির শুটিং। চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। জানা গিয়েছে, বোলপুর ছাড়াও বরাহনগর, বানতলা, ব্যারাকপুর, বেলডাঙ্গা, বহরমপুর ও বেথুয়াডহরিতেও শুটিং হওয়ার কথা রয়েছে এই ছবির। সব মিলিয়ে রাজ্যের মোট ৭৮টি জায়গায় শুটিং হবার কথা রয়েছে ‘বহুরূপী’ ছবির। তবে গোটা পরিকল্পনাই এখন অনেকটা বদলে যাওয়ার আশঙ্কা করছে তাঁর ইউনিট। পরীক্ষার পরে ডাক্তারের নির্দেশের উপর অনেকটাই নির্ভর করছে এখন এই ছবির শুটিং।

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...