Friday, November 7, 2025

বাংলা চলচ্চিত্রে আঘাতের ছায়া! কোয়েল মল্লিকের পর এবার শুটিং ফ্লোরে গুরুতর চোট পেলেন টলিউডের (tollywood) জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বর্তমানে জোর কদমে চলছে নন্দিতা-শিবপ্রসাদের নতুন থ্রিলার ছবি ‘বহুরূপী’র (Bohurupi) শুটিং। একটি অ্যাকশন (action) দৃশ্যে শুটিং-এর সময় গুরুতর চোট পান শিবপ্রসাদ (Shibaprasad Mukherjee)। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করা হয় এমআরআই (MRI), সিটি স্ক্যানও (CT Scan)। তাঁর সিটি স্ক্যান রিপোর্টে দুটো হাড়ে চিড় ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

‘বহুরূপী’ ছবিতে শুধুমাত্র পরিচালক নন, অভিনয়ও করছেন শিবপ্রসাদ। অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় হঠাৎই কোমরে গুরুতর চোট পান তিনি। সহ অভিনেতার অসাবধানতায় আঘাতের কথাও শোনা যাচ্ছে। শিবপ্রসাদের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও কৌশানী মুখোপাধ্যায়। শুক্রবার ব্যারাকপুরে (Barrackpur) শুটিংয়ে শিবপ্রসাদের পাশাপাশি আবীর চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

দিনকয়েক আগেই বোলপুরে (Bolpur) শেষ হয়েছে ‘বহুরূপী’ ছবির শুটিং। চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। জানা গিয়েছে, বোলপুর ছাড়াও বরাহনগর, বানতলা, ব্যারাকপুর, বেলডাঙ্গা, বহরমপুর ও বেথুয়াডহরিতেও শুটিং হওয়ার কথা রয়েছে এই ছবির। সব মিলিয়ে রাজ্যের মোট ৭৮টি জায়গায় শুটিং হবার কথা রয়েছে ‘বহুরূপী’ ছবির। তবে গোটা পরিকল্পনাই এখন অনেকটা বদলে যাওয়ার আশঙ্কা করছে তাঁর ইউনিট। পরীক্ষার পরে ডাক্তারের নির্দেশের উপর অনেকটাই নির্ভর করছে এখন এই ছবির শুটিং।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version