‘রাম নামে’ জোর! CBSE-র পাঠ্যবই থেকে ‘হাওয়া’ বাবরি মসজিদ প্রসঙ্গ

মোদির (Narendra Modi) নয়া ‘হিন্দু রাজ্যে’ সংখ্যালঘুদের কোনো স্থান নেই। সে স্টেশনের বা জায়গার নাম পরিবর্তনই হোক বা ইতিহাস ভারতের মানচিত্রের চেহারা বদলাতে উঠেপড়ে লেগেছেন প্রধানমন্ত্রী মোদি। এবার সিবিএসই-র (CBSE) দ্বাদশ (Twelve ) শ্রেণির ইতিহাস বই থেকে অযোধ্যায় (Ayodhya) বাবরি মসজিদ (Babri Masjid) সংক্রান্ত তিনটি অংশ বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সিলেবাস নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) পাঠসূচিকে সময়োপযোগী করার কথা জানিয়ে ওই তিনটি অংশ বাদ দেওয়ার সুপারিশ করেছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাস কার্জকর হবে। আর মোদি সরকারের এই গাজোয়ারিকেই আক্রমণ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, রাম মন্দিরের ফোকাস পেতে গিয়ে নরেন্দ্র মোদি বাবরি মসজিদের ইতিহাস ধ্বংস করছেন।সিবিএসই-র বারো ক্লাসের ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায়ে স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে অযোধ্যার মন্দির-মসজিদ প্রসঙ্গ ছিল। অযোধ্যা প্রসঙ্গ আছে চারটি পাতায়। সেই সময়ের অবসান হয় ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ে। তাতে অযোধ্যার বিতর্কিত জমিকে রামের জন্মস্থান বলে মেনে নিয়ে আদালত সেখানে রাম মন্দির তৈরির নির্দেশ দেয়। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন রাম মন্দিরের উদ্বোধন করেছেন।

এনসিইআরটি জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায় সব পক্ষ সাদরে গ্রহণ করেছে। বিবাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই সংঘাতের প্রসঙ্গ সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এটা নির্দিষ্ট সময় অন্তর সিলেবাস বদলের অংশ। তবে লোকসভা ভোটের আচমকা এমন পদক্ষেপে গেরুয়া রাজনীতি প্রকট হচ্ছে।

&nbsp

Previous articleদেব যেন সৌজন্য রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডর! প্রচারে বেরিয়ে কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?
Next articleহাসপাতালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়! কতটা গুরুতর চোট?