রাজ্যের ১২৮ পুর এলাকায় বেআইনি নির্মাণ রুখতে নির্দেশিকা জারি করবে রাজ্য

ভবিষ্যতে রাজ্যের শহর ও মফস্বল এলাকায় বেআইনি নির্মাণের প্রবণতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে

অনুকরণে রাজ্যের ১২৮টি পুর এলাকাতেই অবৈধ নির্মাণ রুখতে নির্দেশিকা তৈরি করা হচ্ছে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে। খুব শীঘ্রই প্রশাসনিক বৈঠক ডেকে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতা পুর এলাকায় নিয়মিত নজরদারি চালাতে বিল্ডিং বিভাগের কর্মীদের অ্যাপ ও লগ-বুক ব্যবস্থা চালু হয়েছে। সব পুর এলাকায় সেই পন্থা অনুসরণ করা হতে পারে। কলকাতায় নতুন নির্মাণের ক্ষেত্রে ঢেকে কাজ করা সহ একাধিক শর্ত দেওয়া হয়েছে। শর্ত না মানলে এখানে জরিমানার ব্যবস্থা রয়েছে। সব পুরসভার ক্ষেত্রেই আরও কঠোরভাবে এই পরিকল্পনা রূপায়ণ করা হতে পারে। এর মধ্যে দিয়ে ভবিষ্যতে রাজ্যের শহর ও মফস্বল এলাকায় বেআইনি নির্মাণের প্রবণতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

গার্ডেনরিচ-কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভার ভূমিকা। সেই আবহেই উত্তর দমদম পুরসভার বিরাটির শরৎ কলোনি এলাকাতেও নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছে। বিরাটিতে নির্মাণের ক্ষেত্রে শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যেমন ঢেকে কাজ করা হচ্ছিল না। এই পরিস্থিতিতে গোটা রাজ্যের বেআইনি নির্মাণ নিয়ে নজরদারি আরও কড়া করতে চাইছে প্রশাসন। বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, কলকাতার মতো অন্য পুরসভাগুলিকেও নির্দিষ্ট কিছু নির্দেশিকা দেওয়া হবে।






Previous articleমালদহের ২ কেন্দ্রেই অত্যন্ত ভালো ব্যবধানে জিতবে তৃণমূল: আশাবাদী অভিষেক
Next articleসূত্র মোবাইল: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে ধৃত বিজেপি কর্মী