আমেরিকায় ফের ভারতীয় ছাত্রের মৃত্যু! নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন

চলতি বছরে এই নিয়ে দশ নম্বর ঘটনা। ফের মার্কিন মুলকের ভারতীয় ছাত্রের রহস্য মৃত্যু (Indian student death mystery in America again)। নিউইয়র্কের ভারতীয় দূতাবাস জানিয়েছে উমা সত্য সাই গাড্ডের (Uma Satya Sai Gadda) মৃত্যু হয়েছে ওহাইও প্রদেশের ক্লিভল্যান্ডে। মার্চ মাসেই ওই একই জায়গা থেকে নিখোঁজ হয়ে যান ভারতীয় পড়ুয়া আবদুল মহম্মদ। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন এসেছিল বটে কিন্তু এখনও ছাত্রের হদিশ মেলেনি। একমাস যেতে না যেতেই আরেক পড়ুয়ার মৃত্যু। তদন্তে নেমেছে পুলিশ।

আমেরিকার মাটিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। জানুয়ারি মাসে মৃত্যু হয় চার ছাত্রের। ফেব্রুয়ারিতে আরও দুই ছাত্র মৃত্যুর ঘটনা সামনে আসে। মার্চেও একই ঘটনা এবং এপ্রিলের শুরুতেই ফের রহস্য মৃত্যু। শুরু থেকেই বিষয়টাকে ভালো চোখে দেখেনি নয়া দিল্লি। গত ফ্রেব্রুয়ারি মাসে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘জাতি বা ধর্মের ভিত্তিতে হিংসার কোনও যুক্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এসব বরদাস্ত করা হবে না।’ কিন্তু কথাটুকুই সার, কার্যক্ষেত্রে এর কোনও প্রয়োগ নেই। চার মাসে ১০ ছাত্র মৃত্যুর পরিসংখ্যানে এটাই স্পষ্ট হয়ে উঠলো। এদিন এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে দূতাবাসের তরফে জানানো হয়, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব উমার দেহ দেশে ফেরানোর ব্যবস্থা চলছে।

Previous articleরাজনৈতিক দল নয়, আইজীবীদের আনুগত্য সংবিধানের প্রতি থাকুক: প্রধান বিচারপতি
Next articleভারতের নির্বাচনেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’-র ছক! নয়া প্রযুক্তি ব্যবহারেই বাজিমাতের চেষ্টা চিনের