Friday, November 7, 2025

স্বামীর থেকে দূরে চলে যাওয়া ‘নিষ্ঠুরতা’, বিবাহ-বিচ্ছেদের অনুমতি আদালতের!

Date:

দাম্পত্যের বয়স ৩ দশক পেরিয়েছে। কিন্তু আজও ঘনঘন শ্বশুরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যান স্ত্রী। এটা কি নিষ্ঠুরতা নয়? এই অভিযোগ নিয়েই দিল্লি আদালতে (Delhi Highcourt) বিবাহ বিচ্ছেদের মামলা করেন এক প্রৌঢ়। রায় বেরোতেই দেখা গেল ডিভোর্সের অনুমতি দিয়েছেন বিচারপতিদ্বয়। কিন্তু কেন? দিল্লি আদালতের বিচারপতি সুরেশকুমার কাইত (Suresh Kumar Kait) এবং বিচারপতি নীনা বনসল কৃষ্ণার (Nina Bansal Krishna) ডিভিশন বেঞ্চের যুক্তি, ঘন ঘন স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া ঠিক নয়। এটা আসলে একপ্রকার ‘ নিষ্ঠুরতা’ । তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্যে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টাও করেননি ওই মহিলা। তাই বিবাহ-বিচ্ছেদে সম্মতি দেওয়া হয়েছে।

১৯৯২ সালে বিয়ে হয় দম্পতির। তারপর থেকে কোনও কারণ ছাড়াই বারবার বাপের বাড়ি চলে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ২৫ বছর এভাবে কাটার পর ২০১৭ সালের মামলা করে বসেন স্বামী। তাঁর যুক্তি ছিল এমন নিষ্ঠুরতা আর নেওয়া যায় না। তাই আলাদা থাকাই শ্রেয়। হলফনামায় তিনি জানান, তাঁর স্ত্রী অস্থিরপ্রকৃতির। অন্তত ছবার কোনও কারণ ছাড়াই তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। এমনকী মাঝে মাঝে নিজেকে বিধবা বলেও দাবি করেন। ওই মহিলার তরফে বলা হয়েছে শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ির বাইরে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন তিনি। আদালত দুই পক্ষের মতামত, যুক্তি এবং ব্যাখ্যা শোনার পর পর্যবেক্ষণে জানায়, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কে একে অন্যের সঙ্গে বোঝাপড়া হওয়া দরকার। কিন্তু ওই মহিলা সেরকম কোনও চেষ্টাই করেননি। তাই বিবাহ-বিচ্ছেদ নিয়ে কোনও বাধা থাকতে পারে না।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version