Sunday, August 24, 2025

লোকসভা নির্বাচনকে (Loksabha Election) সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পরে শনিবার বালুরঘাটের তপন ও রায়গঞ্জের হেমতাবাদে সভা করেন তৃণমূল সভানেত্রী। আর ২টি সভাই ভাসল জনজোয়ারে।

প্রথম সভাটি শুরু হয় ১২টা নাগাদ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে। দ্বিতীয়টি সভাটি হয় কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দেড়টা নাগাদ। তীব্র গরম এড়াতে জনসভার সময়ে এগিয়ে আনা হয়। কিন্তু তাপমাত্রার পারদ ছাপিয়ে গেল তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি স্থানীয় মানুষের ভালবাসার উত্তাপ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভাটি হয় বাঘইট মাঠে। কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। ছাউনি ছাড়িয়ে রোদ মাথায় নিয়েও দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লক্ষ্মীর ভাণ্ডারের প্ল্যাকার্ডই শুধু নয়, একেবারে লক্ষ্মী সেজেই এসেছিল এক খুদে। হাতে লক্ষ্মীর ভাঁড়। তার সঙ্গে ছবি তোলেন তৃণমূল সুপ্রিমো।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের সভাটি হয় হেমতাবাদের পুলিশ প্লেগ্রাউন্ডে। সেখানেও বিপুল জনসমাগম হয়। মমতার (Mamata Banerjee) জোড়া সভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ ছিল তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। মমতা একটি করে জনমুখী প্রকল্প, উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়েছেন- আর তুমুল হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেছে উপস্থিত জনতা। এককথায় রায়গঞ্জ আর বালুরঘাট ইঙ্গিত দিয়েছে ইভিএমে তাঁদের সমর্থন কোন দিকে থাকবে।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version